রাজ্যের খবর

বিয়ের আসর থেকে নাবালিকাকে উদ্ধার, গ্রেফতার মা

Minor girl rescued from wedding ceremony in Narayanpur

Truth Of Bengal: মঙ্গলবার সকালে নাবালিকা উদ্ধার দক্ষিণ ২৪ পরগনা নারায়ণপুর এলাকায় থেকে। জানা যায়, এক নাবালিকা মেয়েকে তার বাড়ির লোক বিয়ে দেওয়ার জন্য নানান তোড়জোড় চালাতে থাকে।

বাড়ির লোকের তাদের নাবালিকা ওই মেয়েটিকে বিয়ে দেওয়ার জন্য নানান প্রস্তুতি করতে থাকার ওই মুহূর্তে সেখানে হাজির হন কাকদ্বীপ থানার পুলিশ।

আরও জানা যায়, নাবালিকা ওই মেয়েটিকে উদ্ধার করতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আধিকারিকেরা ওই এলাকায় উপস্থিত হন। নাবালিকা ওই মেয়েটির মা কল্পনা দাস।

এরপর পুলিশ আধিকারিকেরা নাবালিকাটিকে উদ্ধার করে ও মঙ্গলবার সকালে তার মা কল্পনা দাসকে গ্রেফতার করে।

জানা যায়, কাকদ্বীপ থানার পুলিশ ওই নাবালিকার মা ও যে ছেলের পরিবারের সঙ্গে বিবাহের বন্ধনে আবদ্ধ করার চেষ্টা করেছিল তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে।

Related Articles