রাজ্যের খবর

১৪ দিন পর গ্রেফতার শিলিগুড়ি মিশন হামলা কান্ডের মূল অভিযুক্ত

The main accused in the Siliguri Mission attack was arrested after 14 days

The Truth of Bengal: শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় গ্রেফতার অন্যতম মূল অভিযুক্ত প্রদীপ রায়। ঘটনার পর থেকেই অধরা ছিল এই প্রদীপ রায়। তিনি ছাড়াও আরও কোন মাথা রয়েছে বলেই অনুমান পুলিশের। দীর্ঘদিন ধরে মূল অভিযুক্ত এই প্রদীপ রায়ের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। গত শনিবার রাতে হেরিটেজ মোড় এলাকা থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। গত ১৯ মে শিলিগুড়ি মিশনে দুষ্কৃতী হামলার ঘটনা ঘটে।

ঘটনার তিনদিন পর ভক্তিনগর থানার পুলিশ গ্রেপ্তার করেন ৫ জনকে। পুলিশের হাতে উঠে আসে একাধিক তথ্য।শিলিগুড়িতে সক্রিয় কেজিএফ গ্যাং জমি দখলে সিদ্ধহস্ত এই গ্যাং। যে কোন দুষকর্মে মার্শালম্যান হিসেবে কাজ করে এই গ্যাং। অধরা মূল অভিযুক্ত এর তালিকায় উঠে আসে প্রদীপ রায়ের নাম। দক্ষিণী সিনেমার অনুকরণে জমি দখলের চেষ্টা।মামলার প্রধান অভিযুক্ত প্রদীপ রায়ও পালটা অভিযোগ করেছেন। প্রদীপের দাবি, ওই জমি উত্তরাধিকার সূত্রে তাঁরই। যদিও ঘটনার তিনদিন পর ডিসিপি সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, ওই জমি এখনও রামকৃষ্ণ মিশনের নামেই রয়েছে। এবার মূল অভিযুক্তকে গ্রেফতারের পর আরও কেউ জড়িত আছে কিনা এই হামলার ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Related Articles