শ্রীরামপুর-ব্যারাকপুরে যাত্রা শুরু, গড়ে উঠল অত্যাধুনিক ফেরিঘাট
The journey started at Srirampur-Barrackpur, a modern ferry was built

The Truth Of Bengal: ফেরিঘাটের অবস্থা ছিল কার্যত মরণফাঁদ। আগের বাম আমল থেকে চলে আসা ফেরিঘাটে একদিকে বাঁশের সাঁকো দিয়ে যেমন ভুটভুটিতে ওঠানামা করতে হতো, তেমনই ভুটভুটিতে গঙ্গা পারাপার করাও ছিল বিপজ্জনক। কয়েক বছর আগে ভুটভুটি করে নদী পার হওয়ার সময় ঘটে গিয়েছিল ভয়াবহ ফেরি দুর্ঘটনা। প্রাণ হারিয়েছিলেন বেশ কয়েকজন মানুষ। সেই তিক্ত অভিজ্ঞতার পর থেকেই বন্ধ করে দেওয়া হয় শ্রীরামপুরের বল্লভপুর ফেরিঘাট। এবার পরিবহণ দফতরের উদ্যোগ সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হল কংক্রিটের জেটিঘাট। বেশ কয়েক বছর বন্ধ থাকার পর নতুন সাজে সেজে ওঠা শ্রীরামপুর বল্লভপুর ফেরিঘাট অবশেষে চালু হল।
বল্লভপুর এবং ব্যারাকপুরের মধ্যে যাতায়াতের জন্য বেশ কয়েকটি লঞ্চ দিয়েছে রাজ্য পরিবহণ দফতর। গঙ্গার দুই পাড়ের মানুষ প্রভূত উপকৃত হবে এবার। এই ঘাটে ফের ফেরি সার্ভিস শুরু হওয়ায় হুগলি থেকে উত্তর ২৪ পরগনা যাতায়াত যেমন সহজসাধ্য হবে, তেমনই আর্থিক দিক থেকে লাভবান হবেন সবাই। নিত্যযাত্রীদের যাতায়াতের জন্য সময় বাঁচবে। নয়া সাজের ফেরিঘাটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, চাপদানির বিধায়ক অরিন্দম গুইন, শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়, শ্রীরামপুর পুরসভার পুরপ্রধান গিরিধারী সাহা বিশিষ্ট ব্যক্তিবর্গ। সাংসদ জানান, আগামীদিনে বল্লভপুর ঘাট থেকে কলকাতা যাওয়ার জন্য অফিস টাইমে বিশেষ লঞ্চের ব্যবস্থা করা হবে।
কয়েক বছর আগে দুর্ঘটনার পর এই ফেরি ঘাট বন্ধ করে দেওয়ায় ব্যাপক সমস্যায় পড়ছিল দুই পাড়ের মানুষ। অনেক ঘুরে তাদের গন্তব্যে যেতে হতো। অবশেষে সেই সমস্যা দূর হল। বহু টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে আধুনিক জেটিঘাট। এই ঘটা থেকে এবার আর ভুটভুটি চলবে না। বদলে লঞ্চ চালানো হবে। বন্ধ থাকা পথ ফের খুলে যাওয়ায় খুশি গঙ্গার দুই পাড়ের মানুষ।
FREE ACCESS