রাজ্যের খবর
Trending

রেমালের ধাক্কা বিপর্যস্ত উত্তরপূর্বাঞ্চলের একাধিক অঞ্চল, ৪ রাজ্যে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৬

The impact of Remal hit several parts of the Northeast, with the death toll rising to 36 in 4 states

The Truth of Bengal : ঘূর্ণিদৈত্য রেমালের তাণ্ডবে কার্যতঃ লন্ডভন্ড হয়ে গেছে উত্তর পূর্বাঞ্চলের একাধিক অঞ্চল।মিজোরাম,মেঘালয়,অসমও নাগাল্যান্ডে ঘূর্ণিঝড়ের জন্য ব্যাপক ক্ষতি হয়েছে।প্রাণহানি থেকে সম্পত্তির ক্ষতি দেখা গেছে সেভেন সিস্টার্সের অন্তর্গত এই রাজ্যগুলোতে। কোথাও ভূমিধস,কোথাও রাস্তা আটকে যাওয়া,কোথাও আবার জনজীবন বিপর্যস্ত হওয়ায় এই ৪রাজ্যের বাসিন্দারা এখন পরিত্রাণ পেতে চাইছে।মিজোরামের আইজলে লাগাতার বৃষ্টিতে পাথর খনি ধসে কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে ৷ ঘটনার নিখোঁজ বেশ কয়েকজন ৷

এর পাশাপাশি নাগাল্যান্ডে ৪জনের  ,অসমে ৩জনের এবং মেঘালয়ে২জনের মৃত্যু হয়েছে।দমকা হাওয়ার জন্য অনেক জায়গায় পড়ে গেছে বিদ্যুতের খুঁটি,উপড়ে গেছে গাছ,চলার পথে তৈরি হয়েছে বাধা।থমকে যাওয়ার জোগাড় স্বাভাবিক জনজীবন। এমনকি ইন্টারনেট পরিষেবাও ব্যাহত হওয়ায় ৪রাজ্যের মানুষের ভীষণ অসুবিধা হচ্ছে।  অসমের ঢেকিয়াজুলিতে বরসলা এলাকায় ঝড়ের দাপটে স্কুলবাসের উপরে গাছ পড়ে জখম হয় ১২ জন ছাত্রছাত্রী।   করিমগঞ্জে আমগাছের ডাল ভেঙে মাথায় পড়ে মারা যায় জাকিয়া বেগম নামে এক শিশু। কাছাড়ে পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ মুজাম্মিল আলি লস্কর নামে এক প্রৌঢ়। ডিমা হাসাও জেলা তছনছ হয়ে গেছে। রেললাইনে বহু জায়গায় ধস নেমেছে। অনেক জায়গায় ট্র্যাকের তলা থেকে মাটি সরে গিয়েছে।

মেঘালয় হয়ে বাইরেরসঙ্গে যোগাযোগের রাস্তাতেও বারবার ধস নামছে।ত্রিপুরার ৮টি জেলার মধ্যে ঊনকোটি জেলায় ২৫২.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।   পশ্চিম জেলার দশটি শরণার্থী শিবিরে অন্তত ২৮০ জন আশ্রয় নেন। রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ জানান, ঝড়ের প্রকোপে ৬৮৬টি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে।উত্তর পূর্বাঞ্চলের ৪রাজ্যের পুনর্গঠনে কেন্দ্র না সাহায্যের হাত না বাড়িয়ে দিলে বিপর্যয়ের ধাক্কা কাটিয়ে ওঠা অসম্ভব বলে ৪রাজ্যের প্রশাসন।বিজেপি শাসিত অসম-ত্রিপুরার মতোই অবিজেপি শাসিত রাজ্যগুলোকে আর্থিক সহায়তা প্রদানের জন্য কেন্দ্রের মোদি সরকার এগিয়ে আসুক চায় বিরোধী শিবির।

Related Articles