রাজনীতিরাজ্যের খবর
Trending

রাজভবনের সামনে শুভেন্দুকে ধরনার অনুমতি হাইকোর্টের, তবে মানতে হবে এই শর্তগুলি

The High Court has given permission for Shuvendu to stage a dharna in front of the Raj Bhavan, subject to these conditions

The Truth Of Bengal: রাজভবনের গেটের বাইরে তৃণমূল কংগ্রেস কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে বিক্ষোভ সংগঠিত করেছিল। ওই একই জায়গায় বিক্ষোভ সংগঠিত করতে পুলিশের অনুমতি চেয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশের পক্ষ থেকে অনুমতি মেলেনি।

রাজভবনের বাইরে যেকোনো ধরনের সভা সমাবেশের ক্ষেত্রে বিধি-নিষেধ জারি থাকে সারা বছর। সে কারণেই বিরোধী দলনেতার সেই আবেদন খারিজ করে দেয় কলকাতা পুলিশ। পুলিশের অনুমোদন না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনার এজলাসে এই নিয়ে মামলা করেন। এই মামলায় বুধবার বিচারপতি শর্তসাপেক্ষে সভার অনুমতি দিয়েছেন।

তবে মাত্র চার ঘন্টার জন্য এই অনুমতি মিলেছে। তবে এই চার ঘন্টায় একাধিক শর্ত জারি হয়েছে। রাজভবনের উত্তর গেটে সামনে এই ধরনা কর্মসূচি নিতে পারবেন বিরোধী দলনেতা। কোনরকম অস্ত্রের ব্যবহার করা চলবে না। আগামী ১৪ জুলাই ৪ ঘন্টার জন্য এই কর্মসূচি পালন করতে পারবে তারা। সকাল দশটা থেকে এই কর্মসূচি পালন করতে হবে শুধুমাত্র চার ঘন্টার জন্য। ৩০০ জনের বেশি জমায়েত করা যাবে না কর্মসূচিতে। এই কর্মসূচির উপর নজরদারি থাকবে। কোন উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না। আদালতের নির্দেশ অমান্য হলে সে ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles