রাজ্যের খবর

পুজোয় তাঁতের শাড়ির কদর, লক্ষ্মী লাভের আশায় শিল্পীরা

The government of Bengal is emphasizing on the marketing of woven sarees

Truth of Bengal: তাঁতের শাড়ির বিপণনে জোর দিচ্ছে বাংলার সরকার। শিল্পীরা যে হাতে তৈরি তাঁতের শাড়ি তৈরি করছে তার বিক্রিবাটায় গুরুত্ব দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি বাংলার শাড়ির উদ্বোধন করেছেন। তাঁতিরা ক্রেতা-বিক্রেতাদের এই সেতুবন্ধনের কাজে বেশ খুশি।তাঁরা বলছেন, মোটা টাকা লাভের সুযোগ এরফলে তৈরি হচ্ছে।

পুজোর আগে বয়নশিল্পকে বিশ্ব-মঞ্চে আলাদাভাবে তুলে ধরতে বাংলার সরকার ব্লুপ্রিন্ট কার্যকর করছে। যার জন্য তাঁতের শাড়িকে আরও সূক্ষ্ণ,সুন্দরও উপযোগী করে তোলার কাজ চলছে জোরকদমে।ঐতিহ্যবাহী তাঁত শিল্প যাতে পুণরুজ্জীবিত হয় সেজন্য, নানা প্রকল্প রূপায়ণ করা হচ্ছে। এবার বিপণনের দরজা খুলে দিতে এগিয়ে এল রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,বৈচিত্র্যে ভরা পোশাকের সম্ভারের সুসজ্জিত শাড়ির ২টি শোরুম ও ১টি ফ্রাঞ্চাইজি শোরুমের উদ্বোধন করেছেন। শোরুমের বাঁ স্টল টির ফ্রাঞ্চাইজি পেয়েছেন ফুলিয়ার স্বনামধন্য তাঁত শিল্পী পদ্মশ্রী বীরেন কুমার বসাক।হস্তচালিত তাঁতকে বাঁচিয়ে রাখতে বাংলার সরকারের আন্তরিক প্রয়াস শিল্পীদের কাজের বাজারকে চাঙ্গা করবে বলে আশা শিল্পীসমাজের। দুর্গাপুজোয় উত্সবপ্রেমীদের কাছে নিত্যনতুন শাড়ির কদর বাড়ে। মহিলামহলে তাই এই বাহারি শাড়ি পৌঁছে দেওয়ার প্রয়াস সবমহলকে উচ্ছ্বসিত করছে।

দিনের পর দিন বিদেশি মেশিনের প্রভাব পড়ছে তাঁতের শাড়িতে।এমনকি সুরাটের বস্ত্র বাজার ছেয়ে যাওয়ায় মার খাচ্ছে বাংলার বয়ন শিল্প। গ্রামে গ্রামে এই শাড়ি পৌঁছে গেলে উত্পাদকদের সুবিধা হবে। আসলে শিল্পী-কারিগরদের নগদ অর্থলাভের সুযোগ করে দেওয়ার প্রশাসনিক এই  ভাবনা  শান্তিপুর-ফুলিয়ার বাসিন্দারাও বেশ আনন্দিত। পুজোর বাজার ধরতে রাজ্য সরকারের এই সু-উদ্যোগ সবার কাছেই আশার আলো জাগাচ্ছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যেভাবে বাংলার তাঁতের শাড়ির কথা ভাবছেন সেখানে এই রকম স্টল খুবই গুরুত্বপূর্ণ। বীরেন বসাক আরও জানান, ৩০০ টাকা থেকে হাতে তৈরী তাঁতের শাড়ি পাওয়া যাবে এই বাংলার শাড়ির স্টল থেকে। যার সবথেকে বেশি দাম  ১০০০০ টাকা। সবথেকে বড় কথা সব শাড়িই হাতে বোনা, বিদেশি মেশিন জাত শাড়ির কোনো জায়গা নেই এই স্টল গুলিতে। এই স্টল গুলি হওয়ার কারণে হয়েছে কর্মসংস্থানও।

Related Articles