রাজ্যের খবর

হস্তশিল্পীদের পাশে সরকার, সরকারি উদ্যোগে প্রদর্শনী

Hand Craft

The Truth of Bengal: উৎসাহ দেওয়ার পাশাপাশি হস্তশিল্পীদের স্বনির্ভর করার লক্ষ্যে সব সময় পাশে থাকে সরকার। শিল্পীদের আর্থিক সহযোগিতার পাশাপাশি বিভিন্ন সময় তাঁদের হাতের কাজ নিয়ে প্রদর্শনী ও প্রতিযোগিতা আয়োজন করা হয়। সরকারি সহযোগিতা পেয়ে লাভবান হন শিল্পীরা। সরকার পাশে থাকায় হস্তশিল্পীরা তাঁদের কাজ পৌঁছে দিতে পারেব দেশে-বিদেশে। এতে তাঁরা আর্থিক ভাবে লাভবান হন। এবার সরকারি উদ্যোগে মালদায় জেলার শিল্পীদের জন্য হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হল।

মালদা শহরের অতুল মার্কেট সংলগ্ন এলাকায় জেলা শিল্প কেন্দ্রের সভাকক্ষে হস্তশিল্পের প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।  তিনদিন ধরে চলবে হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনী। উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলাশাসক দেবাহুতি ইন্দ্র, ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরি, জাতীয় পুরস্কারপ্রাপ্ত হস্তশিল্পী বিপদভঞ্জন সাহা, শিল্পী মঞ্জু শর্মা সহ অন্যান্য আধিকারিক ও শিল্পীরা।

শতাধিক শিল্পী তাঁদের হাতে তৈরি শিল্পের প্রদর্শনী করার সুযোগ পেয়েছেন। শিল্পীদের স্বনির্ভর করার লক্ষ্যে প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় হস্তশিল্প প্রদর্শনী ও প্রতিযোগিতার।কাঠ, শোলা, কাপড়, বাঁশ, সুতো, মার্বেল ডাস্ট-সহ বিভিন্ন ধরনের সামগ্রী দিয়ে তৈরি নানা শিল্প সামগ্রী নিয়ে প্রদর্শনীতে অংশ নেন জেলার শতাধিক শিল্পী। এমন শিবির আয়োজনের মূল লক্ষ্য, সরকারি সহযোগিতায় শিল্পীদের স্বনির্ভর করা। সরকারি উদ্যোগে নিজেদের মেলাএ ধরার সুযোগ পেয়ে খুশি জেলার হস্তশিল্পীরা।

Free Access

Related Articles