সোনাঝুরি হাটের ব্যবসায়ীদের বৈধ কাগজপত্র দেখানোর দাবিতে নোটিশ দিল বনদফতর
The forest department has issued a notice to the traders of Sonajhuri hut demanding to show valid documents

The Truth Of Bengal : শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণ সোনাঝুরি খোয়াই। শান্তিনিকেতন লাগোয়া সেচ ক্যানালের দু’পাশেই রয়েছে খোয়াই বন। শীতের সময় পর্যটকদের ভিড় বাড়লেও সারাবছর কমবেশি ভ্রমণপিপাসুদের আনাগোনা লেগেই থাকে। বিশ্বকবির স্বাদের সেই শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে এখনও বহু মানুষের রুটি রুজি হয়। কিন্তু সম্প্রতি বনদফতর ৬টি বাড়ি ও ২টি রিসর্টকে নোটিশ করেছে। মূলতঃ বনদফতরের জায়গায় এই বাড়িগুলো গড়ে ওঠায় নোটিশ পাঠানো হয়েছে প্রশাসনের তরফে। নোটিশে স্পষ্ট বলা হয়েছে, বৈধ কাগজপত্র দেখাতে হবে। আসল কাগজ না দেখালে ব্যবস্থা নেওয়ার কথা নোটিশে উল্লেখ করা হয়েছে।
বনদফতরের আধিকারিকরা বলছেন, ৬টি বাড়ি এবং ২টি রিসর্ট বনদপ্তরের জায়গায় রয়েছে। তাদের কাছে কাগজপত্র চেয়ে পাঠানো হয়েছে, যদি তাঁরা কাগজপত্র দেখাতে পারে সেক্ষেত্রে বনদফতর ব্যবস্থা নেবে না। কিন্তু যদি কোনো কাগজপত্র না থাকে সেক্ষেত্রে বৃহত্তর পদক্ষেপ নেওয়ার কথা বলছে বনদফতর। পাশাপাশি প্রথম দফায় বনদফতরের পক্ষ থেকে রিসর্ট এবং একাধিক বাড়িকে নোটিশ দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য ভাবে দ্বিতীয় দফায় হাট কর্তৃপক্ষকেও নোটিশ করা হতে পারে বলে জানালেন বনদপ্তরের রেঞ্জার জ্যোতিষ বর্মন।হাটে যাঁরা বেচাকেনা করেন,তাঁরা আশঙ্কায় ভুগছেন,সোনাঝুরির এই নিরিবিলি প্রান্তরে তাঁদের বেচাকেনা কী বন্ধ হয়ে যাবে?
প্রসঙ্গত বনদপ্তর ছাড়াও সোনাঝুরি শান্তিনিকেতন এলাকায় বেশ কিছ বাড়ি এবং রিসর্টকেও নোটিশ করেছে বোলপুর পুরসভা। বৈধ কাগজপত্র না দেখালে বৃহত্তর পদক্ষেপের কথাও জানিয়েছে বোলপুর পুরসভা। সোনাঝুরির হাট আবেগের সঙ্গে জড়িয়ে আছে। প্রশাসন স্পষ্ট করেছে,যাঁরা এই ঐতিহ্যবাহী এলাকায় বৈধভাবে বেচাকেনা করছেন,তাঁদের হাটে বসার কোনও সমস্যা হবে না।