রাজ্যের খবর

বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সূচনা হল খাদ্য মেলার

Food fair

The Truth of Bengal: খাদ্য উৎসব বা খাদ্য মেলার সূচনা হল জলপাইগুরি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে। মঙ্গলবার বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই খাদ্য মেলার উদ্বোধন হয় । শোভাযাত্রায় স্বনির্ভর গোষ্ঠী মহিলা ও স্থানীয় ওয়ার্ডের মানুষেরা সামিল হয়েছিলেন। হলুদ বেলুন হাতে ও লাল শাড়ি পরে শোভাযাত্রায় হাঁটলেন মহিলারা।

মোহন্ত পাড়া মোড় থেকে শুরু হয় শোভাযাত্রা। ১৯ নম্বর ওয়ার্ডের তরুণদল ক্লাবের খেলার মাঠে এই খাদ্য মেলা বা খাদ্য উৎসব চলবে ২১ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত। বাঙালিয়ালা খাবার পাটিসাপটা, পিঠে, পুলি, বিভিন্ন ধরণের তেজে ভাজার পাশাপাশি বিরিয়ানি সহ বিভিন্ন ধরনের রকমারি খাবারের স্টল থাকছে।

স্বনির্ভর গোষ্ঠীর প্রায় ৩০জন মহিলা এই মেলার বিভিন্ন দোকানের স্টল দেবে। অন্যদিকে থাকছে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় কাউন্সিলর লোপামুদ্রা অধিকারি বলেন,”স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উৎসাহ দিতে এই উদ্যোগ। মেলার থাকছে স্পেশ্যাল খাবার। সকলকে মেলার আসার আমন্ত্রণ জানাই।”

Related Articles