কামারপুকুর রামকৃষ্ণ মিশনের ফার্স্ট বয় নজর কাড়ল মাধ্যমিকে
The first boy of Kamarpukur Ramakrishna Mission caught the eye in Madhyamik

The Truth Of Bengal : সৌভিক গোস্বামী : আরামবাগ : প্রকাশিত হল এবারের মাধ্যমিক পরীক্ষার ফল। মাধ্যমিকের ফলঘোষণা করতে সাংবাদিক বৈঠক করছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। ওই মাসেরই ১২ তারিখ পরীক্ষা শেষ হয়। মোট পরীক্ষার্থী ছিল ৯ লক্ষ ২৩ হাজার ৬৩৬ জন। এবছর মাধ্যমিকে পাস করেছে ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন। এবছর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৬.৩১%। গত বছরের তুলনায় এবছর পাশের হার বেড়েছে। মাধ্যমিকের মেধা তালিকায় এবার রয়েছে ৫৭জন।
ক্লাস ওয়ান থেকে ক্লাস ১০ পর্যন্ত কোনো দিনও দ্বিতীয় হয় নি! সর্বদাই ক্লাসে প্রথম স্থান অর্জন করে এসেছে তপজ্যোতি মন্ডল। এবার জীবনের প্রথম বড় বোর্ড পরীক্ষা মাধ্যমিক সেখানে ও চূড়ান্ত সফল। ৯৮.৫৭ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিকের চতুর্থ স্থান অর্জন করেছে হুগলির আরামবাগ কামারপুকুরের তপজ্যোতি মন্ডল।
তপজ্যোতি এর মাধ্যমিকের মোট প্রাপ্ত নম্বরের পরিমাণ ৬৯০। প্রথম থেকেই কামারপুকুর রামকৃষ্ণ মিশনের ছাত্র তপদ্বীপ। বাবা সব্যসাচী মন্ডল তাতারপুর হাই স্কুলের ভূগোলের শিক্ষক। মা অদিতি মন্ডল তিনি গৃহিণী। মা-বাবার কাছেই দিনের বেশিরভাগ সময় পড়াশোনা করতেন তপজ্যোতি। বড় হয়ে ডাক্তার হওয়ার ইচ্ছা রয়েছে তপজ্যোতির।
পড়াশোনা আর পাশাপাশি গান-বাজনা ও কবিতা লেখার প্রতি বিশেষ আগ্রহ রয়েছে তার। সারাদিনে বই পত্র নিয়ে বেশিক্ষণ বসে থাকলে বাবা সব্যসাচী তিনি বারন করতেন ছেলেকে। বই পড়ার পাশাপাশি কবিতার বই তপজ্যোতির পছন্দ। গান গাওয়া তপজ্যোতির অন্যতম পছন্দের একটি কাজ। ক্লাস ওয়ান থেকে পড়াশোনার পাশাপাশি গান গাওয়া তার অন্যতম সখ।
এই বিষয়ে তপজ্যোতির বাবা সব্যসাচী বলেন, ছেলের রেজাল্ট নিয়ে কিছুটা আশাবাদী ছিলেন তাদের পরিবার। এক থেকে দশের মধ্যে থাকবে আশা করেছিলেন সেখানে চতুর্থ স্থান অর্জন করা মানে খুব ভালো ফল করেছে এমনটাই জানাচ্ছেন তার বাবা।