বিজেপির বিক্ষোভে উত্তেজনা সন্দেশখালিতে,লাঠিপেটা তৃণমূল কর্মীকে
The excitement of the BJP protest is in the sandeshkhali

The Truth of Bengal: ভিডিও বিতর্কের মাঝে ফের উত্তপ্ত সন্দেশখালি। বিজেপির বিক্ষোভের উত্তেজনা সন্দেশখালি থানায়, সন্দেশখালি থানার সামনে মোতায়েন পুলিশ ও RAF,অস্ত্র উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যে অস্ত্র দেখিয়ে ডাকাতি সন্দেশ খালির পিপরাখালীতে দুষ্কৃতিরাজ। ধৃত এক ধৃত বিজেপি কর্মী বলে দাবি বিজেপির। সন্দেশখালি থানার সামনে বিক্ষোভ বিজেপির বিক্ষোভের নেতৃত্বে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। দফায় দফায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের ব্যারিকেট ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের মিথ্যা মামলা ও পুলিশের নির্যাতনের অভিযোগ। এরপর পরিস্থিতি আরও উতপ্ত হয়। তৃণমূল বিধায়কের সামনে রাস্তায় ফেলে লাঠিপেটা তৃণমূল কর্মীকে।
অস্ত্র উদ্ধারের পর ২৪ ঘণ্টা কাটতে না – কাটতে ডাকাতির ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়াল সন্দেশখালিতে। বিজেপির দাবি, তাদের নেতা – কর্মীদের হেনস্থা করার জন্য ওই ডাকাতির ঘটনা সাজানো হয়েছে। ডাকাতির ঘটনায় ১ বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এরপরই রবিবার দুপুর থেকে সন্দেশখালি থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। নেতৃত্বে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র।
ঘটনার সূত্রপাত শনিবার রাত ১১টা নাগাদ। সন্দেশখালির পিপড়াখালি ফেরিঘাটের ইজারাদার রামকৃষ্ণ ঘোষের দাবি, ফেরিঘাট বন্ধ করে টাকা গোছাচ্ছিলেন তিনি। তখন ঘাটের গুমটি ঘরে হামলা চালায় ৩ – ৪ জন সশস্ত্র দুষ্কৃতী। মারধর করে তাঁর কাছ থেকে টাকা ছিনিয়ে নেয় তারা। এমনকী দুষ্কৃতীরা গুলি চালায় বলেও দাবি রামকৃষ্ণবাবুর।ঘটনাটি সাজানো বলে দাবি করে পালটা তৃণমূূল ও পুলিশকে আক্রমণ করেছে বিজেপি। এর প্রতিবাদে রবিবার দুপুর থেকে সন্দেশখালি থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছে বিজেপি। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা বলেন, সন্দেশখালিতে তৃণমূল নেতাদের মদতে সন্ত্রাস চলছে। আর তাতে পুরোপুরি মদত দিচ্ছে পুলিশ। এখানে তৃণমূলের কোমর ভেঙে গিয়েছে বলে ওরা পুলিশকে ব্যবহার করছে। তারা এই লড়াই শেষ পর্যন্ত লড়ে ছাড়ব। ওদের আর হাতে গোনা দিন বাকি। তার পর দেখি ওদের কে বাঁচায়?