ভ্রাতৃদ্বিতীয়া,ভাই-বোনের দৃঢ় সম্পর্ক বিনাশ করতে হবে অশুভ শক্তিকে
The evil forces will have to destroy the strong bond between brothers and sisters

Truth of Bengal: ভাতৃদ্বিতীয়া। এই শুভদিনে বোনেরা ভাইয়ের কপালে দই, চন্দনের ফোঁটা দেয়। তবে এর ব্যপ্তি শুধুমাত্র পরিবার বা রক্তের সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়। পরিবারের গণ্ডি ছাড়িয়ে এর ব্যপ্তি আমাদের সামাজিক জীবন জুড়ে। অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ের শপথ নেওয়ার নাম ভ্রাতৃতীয়া। ভ্রাতৃদ্বিতীয়া। কার্তিক মাসের শুক্লাদ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয় ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা। এই শুভদিনে বোনেরা ভাইয়ের কপালে দই, চন্দনের ফোঁটা দেয়।
ভাইয়ের মঙ্গল কামনা করে। এই বিশেষ দিনে নানা আয়োজন করে থাকে বোনেরা। আবার ভাইয়েরা বোনেদের প্রতি পাল্টা সম্মান ও কৃতজ্ঞতা জানাই। ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণামের পরিপূর্ণতা পায়। এই মধুর সম্পর্ক যুগ যুগ ধরে চলে আসছে। সামাজিক ক্ষেত্রে এই ভ্রাতৃত্বের অটুট বন্ধন প্রতিক্ষেত্রে পরিলক্ষিত হয়। কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য বলছে, নারী সুরক্ষায় ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে প্রথম সারিতে রয়েছে বাংলা।
বাংলার এই চিরাচরিত ভাইফোঁটা বা রাখিবন্ধনের মতো উৎসব গুলি বাংলার নারীদের নিরাপত্তার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে তা বলাই বাহুল্য। জীবনে চলার প্রতিমুহূর্তে আমরা টের পায় বোনেদের প্রতি ভাইয়েদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার ঘটনা। আবার উল্টো দিক থেকে ভাইয়েদের পাশে থেকে সর্বতভাবে বোনেদের সাহায্য করার ঘটনা। এই ভাই ও বোনের সম্পর্কের ব্যাপ্তি অবশ্য শুধু রক্তের সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ থাকে না।
পরিবারের গণ্ডি ছাড়িয়ে এর ব্যপ্তি আমাদের সামাজিক জীবন জুড়ে। আমাদের চলার পথে প্রতি ক্ষেত্রে এই সম্পর্কের সহাবস্থান। ট্রেন, বাস, কর্মক্ষেত্র সর্বত্রই একজন পুরুষ এবং নারীর মধ্যে এই ভাতৃত্ববন্ধনের সম্পর্ক। আর সেই সম্পর্কের বাঁধনে দৃঢ় হয়েছে নিরাপদ সহাবস্থান। শক্তি পেয়েছে নিরাপত্তায়।
এই গভীরতার মাঝেও কিছু অবাঞ্ছিত ঘটনা মাঝেমধ্যে আলগা করে দিতে চাই দৃঢ়তার মেলবন্ধনকে। বাংলা ও বাঙালির চিরায়ত ভাই-বোনের সম্পর্কের মাঝে কাঁটা হয়ে দাঁড়াতে চাই। আজ আমাদের শপথ নেওয়ার দিন, অবাঞ্ছিত সেই সব শক্তিকে বিনাশ করতে হবে। গড়ে তুলতে হবে ভাই ও বোনের দৃঢ়তার সেই শক্তিশালী সম্পর্ককে।