বেহাল কাঠের সেতু, চলছে ঝুঁকির পারাপার প্রশাসনের আশ্বাসে আশার আলো
Dilapidated wooden bridge

The Truth of Bengal: এলাকার মানুষের পারাপারের অন্যতম ভরসা একটি কাঠে সেতু। অনেকদিন আগে সেতুটি তৈরি হওয়ায় এখন সেটি ভগ্নপ্রায় হয়ে গিয়েছে। সেই সেতু দিয়ে চলছে ঝুঁকির পারাপার। ক্যানিং ও বারুইপুরের মধ্যে সংযোগকারী অন্যতম গুরুত্বপুর্ণ জয়াতলা এলাকার বাসিন্দাদের দাবি, সেখানে একটি কংক্রিটের সেতু বানিয়ে দেওয়া হোক৷ যাতে তাদের আর ঝুঁকির পারাপার করতে না হয়। দুর্বল সেতু পেরিয়েই এলাকার মানুষের যেতে হয় জয়াতলা বাজার৷ এছাড়া জয়াতলা উচ্চ বিদ্যালয়ের অধিকাংশ ছাত্রছাত্রী যাতায়াত করে এই সেতু দিয়েই৷
ফলে সারাদিনই মানুষ এই কাঠের সেতু দিয়ে পারাপার করে। তবে নদীতে পড়ে যাওয়ার ভয়ে সন্ধেবেলার পর থেকে এই সেতু দিয়ে কেউ যাতায়াত করেন না৷ বড় দুর্ঘটনার আশঙ্কায় এলাকার মানুষ চাইছে, সেখানে একটি কংক্রিকেটের সেতু বানিয়ে দেওয়া হোক। এলাকার মানুষের দাবির কথা শুনেছেন বারুইপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস। তিনি জানিয়েছেন, নিজে তিনি এলাকায় গিয়ে সরেজমিনে বিষয়টি খতিয়ে দেখবেন।
তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। সেতুটি বেহাল হয়ে পড়লে যাতায়াতের সুবিধার কারণে স্থানীয় বাসিন্দা নিজেরাই বাঁশ দিয়ে বহুবার সেতুটি সারিয়েছেন৷ এখন তাদের দাবি, এই দুর্বল সেতু থেকে তাদের মুক্তি দিতে সেখানে একটি কংক্রিটের সেতু বানিয়ে দেওয়া হোক৷ স্থানীয় পঞ্চায়েত সমিতি পদক্ষেপের আশ্বাস দেওয়ায় আশার আলো দেখছে এলাকার মানুষ।