রাজ্যের খবর

অবশেষে কাটল জট! চাকা গড়াতে চলেছে তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেল লাইনে

The deadlock is finally over! The wheels are about to turn on the Tarakeswar to Bishnupur rail line

Truth Of Bengal: আরামবাগ: সমস্ত প্রতিকূলতা কাটিয়ে রেলের চাকা গড়াতে চলেছে তারকেশ্বর থেকে বিষ্ণুপুর। আর তারই জেরে সেজে উঠছে ঠাকুর রামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুর রেল স্টেশন। কাজ চলছে জোরকদমে। সম্প্রতি মা সারদার জন্মস্থান জয়রামবাটি স্টেশনে শুরু হয়েছে রেল চলাচল। এবার ঠাকুরের জন্মস্থানে রেল আসবে, সেই প্রতিক্ষায় প্রহর গুনছে কামারপুকুরের মানুষ।

উল্লেখ্য, তারকেশ্বর বিষ্ণুপুর রেল রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন ২০০০-২০০১ সালে এই রেল প্রকল্প পাশ করেছিলেন। সেই মতো ঝড়ের গতিতে কাজ শুরু হয়। ২০১২ সালের ৪ জুন হাওড়া থেকে তারকেশ্বর হয়ে আরামবাগ পর্যন্ত রেল চালু হয়।

পরে গোঘাট পর্যন্ত ট্রেন যায়। কিন্তু গোঘাটের ভাবাদীঘি জটের কারণে আটকে পরে তারকেশ্বর-বিষ্ণুপুর রেল। ফলে কামারপুকুরে পৌঁছতে পারেনি রেল। এর পর শুরু হয় একদিকের দীঘি বাঁচানোর, অন্যদিকে রেল চালানোর আন্দোলন। অনেক আন্দোলনের পর কিছুদিন আগে ভাবাদীঘির জট কাটিয়ে তিন মাসের মধ্যে রেল চালানোর নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। তাই ফের বিষ্ণুপুর পর্যন্ত আটকে থাকা কাজ শুরু হয়েছে। সেই মতো জোরকদমে শুরু হয়েছে কামারপুকুর রেল স্টেশন সাজানোর কাজ।

দিন-রাত এক করে কাজ চালাচ্ছে স্টেশন প্রস্তুতকারি সংস্থা। রেল লাইন পাতা থেকে শুরু করে স্টেশনের সেড, লাইট, ওভারব্রিজ ও জল লাইনের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। খুব তাড়াতাড়ি কামারপুকুর স্টেশন তৈরির কাজ শেষ হবে বলে জানা গিয়েছে।

কিছুদিন আগে বিষ্ণুপুর থেকে মা সারদার জন্মস্থান জয়রামবাটি পর্যন্ত শুরু হয়েছে রেল চালচল। এবার ঠাকুরের স্থান কামারপুকুর কবে রেল চলবে, সেই প্রতীক্ষায় প্রহর গুনছেন কামারপুকুরবাসী। রেল চালু হলে কামারপুকুর অর্থনীনৈতিক ভাবে অনেক উন্নত হবে। বাড়বে এলাকায় পর্যটন শিল্প। পাশাপাশি হওড়া থেকে তারকেশ্বর-বিষ্ণুপুর রেল চলাচল হলে কামারপুকুর আসতে পর্যটকদের অনেক সুবিধা হবে।

রেলে চেপে এক দিনেই পর্যটকরা ঠাকুর রামকৃষ্ণের জন্মস্থান ভ্রমণ করতে পারবেন। শুধু তাই নয়, তারকেশ্বর-বিষ্ণুপুর রেল যোগাযোগের মধ্যে পড়ে তারকেশ্বর শিবের মন্দির, কামারপুকুরে ঠাকুর রামকৃষ্ণের জন্মস্থানে অবস্থিত মঠ ও মিশন, জয়রামবাটি মা সারদার জন্মস্থানে অবস্থিত মঠ ও মিশন। এছাড়াও বিষ্ণুপুরে ঐতিহাসিক বিভিন্ন মন্দির। যা পর্যটকদের কাছে অত্যন্ত প্রিয়। কামারপুকুরের মানুষ চাইছেন খুব তাড়াতাড়ি রেল চালু হোক। এবার অপেক্ষার অবসান হোক।

Related Articles