সাত সকালে পুকুর থেকে উদ্ধার মহিলার মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য
The dead body of the woman was recovered from the pond at seven in the morning, there was a sensation in the area

Truth Of Bengal: হুগলি, রাকেশ চক্রবর্তী: শনিবার সকালে শ্রীরামপুরের একটি পুকুর থেকে উদ্ধার এক অজ্ঞাত পরিচয়ের মহিলার মৃতদেহ। প্রথমে স্থানিয়রা দেখেন যে এক মহিলার দেহ ভাসছে পুকুরে। এর পর এই ঘটনার জেরে ইতিমধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।
শ্রীরামপুর থানার পেয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের চাপসরা মালিক পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে। সকালে খবর দেওয়া হয় শ্রীরামপুর থানায়। পেয়ারাপুর ফাঁডির পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠায়। উদ্ধার হওয়া মহিলার পরনে শাড়ি ছিল। স্থানীয়রা বাসিন্দারা মহিলা পরিচয় জানেন না বলে জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা গৌতম দাস বলেন, এসে দেখলাম মহিলার মৃতদেহ ভাসছে মালিক পাড়া সান পুকুরে। দেখে চিনতে পারলাম না। প্রৌঢ়া এলাকার কেউ নন। এদিকে শ্রীরামপুর থানার পুলিশ জানিয়েছে, মৃতার বয়স আনুমানিক ৫০-৫৫ বছর। শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়না তদন্তের পর মৃত্যুর কারন জানা যাবে। মহিলার পরিচয় জানর চেষ্টায় রয়েছে পুলিশ, এর পাশাপাশি তাঁর মৃতুর মূল কারণ কী তাও খতিয়ে দেখছে পুলিশ।