রাজ্যের খবর

শিশু পার্কে বেহাল ভগ্ন দশা, অন্ধকার নামতেই চলে মদের ঠেক

The children's park is in a bad condition

The Truth of Bengal: উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলী গ্রাম পঞ্চায়েতের লেবুখালী শিশু পার্ক তৈরি হয়েছিল বাম আমলে। ২০০৬ সালে এক বিঘা জমির উপরে লক্ষ লক্ষ টাকা খরচ করে ঘটা করে উদ্বোধন হয়ে ছিল রক্ষণাবেক্ষণের অভাবে সংস্কার না হওয়ার ফলে বেহাল ও ভগ্নদশায় পরিণত হয়েছে। হিঙ্গলগঞ্জ ব্লকের শিশুদের সবচেয়ে বড় বিনোদনের এই পার্ক। বাচ্চাদের বিভিন্ন খেলার রাইড থেকে শুরু করে স্লিপ দোললা সব ভগ্ন স্তুপে পরিণত হয়েছে। তাই একরাশ ক্ষোভ উগড়ে দিচ্ছেন হিঙ্গলগঞ্জের প্রান্তিক মানুষেরা।

২০২২ সালে সংস্কারের টেন্ডার হলেও আজ অর্থের অভাবে এই পার্কের কোন সংস্কার করা যাচ্ছে না। যার পরিধি শিশু মনে আঘাত পড়েছে। তাই তারা চাইছেন দ্রুতশিশু পার্ক সংস্কার হোক। পার্কের মধ্যে যত্রতত্র মদের বোতল থেকে শুরু করে সমাজ বিরোধীদের আখরা তৈরি হয়ে গেছে। রাত হলেই বিভিন্ন জায়গা থেকে দুষ্কৃতীরা এখানে এসে একদিকে মদের ঠেক বসায় অন্যদিকে বিভিন্ন অসামাজিক কাজ করার জন্য সঙ্গবদ্ধ হয়।গ্রামের মানুষ চাইছেন দ্রুত এই পার্ক সংস্কার করে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে।

অভিভাবকরা জানাচ্ছেন সাহেব খালি, দুলদুলি ,যোগেশগঞ্জ এই তিনটি গ্রাম পঞ্চায়েতের তিনটি অঞ্চলের শিশুদের সঙ্গে অভিভাবকরা সকাল বিকালে এখানে আসতেন বিনোদন নেওয়ার জন্য। আজ সেটা পুরোপুরি বন্ধ, যার জন্য শিশু মনে প্রভাব পড়েছে। দুলদূলি গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপন মন্ডল কে পুরো বিষয়টা জানালে তিনি বলেন,দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল অবস্থায় পড়ে রয়েছে। আমরা উদ্দতন কর্তৃপক্ষীকে লিখিতভাবে জানিয়েছি যাতে দ্রুত সমস্যার সমাধান করা যায় পাশাপাশি অসামাজিক কাজের কথা তিনি এড়িয়ে যান।

Related Articles