রাজ্যের খবর

পুকুরের জলে ডুবে মৃত্যু শিশুর! শোকের ছায়া এলাকায়

The child drowned in the water of the pond! In the Shadow of Mourning area

Truth Of Bengal : শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর :- পুকুরের জলে ডুবে মৃত্যু হল দেড় বছরের শিশুর! ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের শোলা গ্রামে। শিশুর নাম বনি আমিন, বাবার নাম রাজ্জাক সরকার। জানা গিয়েছে অন্যান্য দিনের মতো খেলা করছিল ওই শিশুটি। কোনদিনও পুকুরের ধারেই যায় না। বেশ কিছুক্ষণ ধরে দেখতে না পাওয়ায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। চারিদিকে খোঁজার পর যখন খুঁজে না পায়, তখন সামনের পুকুরের সামনে গেলে লক্ষ্য করা যায় একটা কি ভাসছে।

লোকজন জোটে যায় চিৎকার-চেঁচামেচিতে, কুকুরে নেমে দেহটি উদ্ধার করা হয়। প্রায় এক ঘন্টা পরে শিশুটির মৃতদেহ ভেসে উঠেছে এমনটাই মনে করছে গ্রামবাসীরা। শিশুটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে সেখানে মৃত্যু বলে ঘোষণা করে চিকিৎসকরা। খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন বাবা ও মা সহ পরিবারের লোকজন। বুক ভরা কান্না আর বেদনা নিয়ে ভিন রাজ্য থেকে প্লেনেকরে বাড়ি ফিরছেন বলে জানা গিয়েছে।

বাবা ভিন রাজ্যের কাজ করে বলে জানা গিয়েছে। এলাকার মানুষজন অভিযোগ করেন ওই পুকুরে দূষিত জল বেশ কয়েক বছর রয়েছে। ওই পুকুরের জলে ডেঙ্গু জ্বর অথবা মশা ছড়াচ্ছে অসুস্থ হয়ে পড়ছেন ওই পাড়ার মানুষজন। আজ চোখের সামনেই শিশুর মৃত দেখে কাদায় ভেঙে পড়েছেন পরিবার-পরিজনেরা।

Related Articles