সোমবার নবান্নে সমস্ত মন্ত্রী, আধিকারিকদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন মুখ্যমন্ত্রী
The Chief Minister will hold a high-level meeting with all ministers, senior officials of the state at Nabanna on Monday.

Truth Of Bengal: নবান্ন সূত্রে জানা গিয়েছে, সোমবার বেলা একটায় নবান্ন সভাঘরে উচ্চপর্যায়ের প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের সমস্ত মন্ত্রী, সব দফতরের সচিব, রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইন শৃঙ্খলা, কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে। বৈঠকে বিশেষ সচিব বা তার উর্ধ্বতন পদমর্যাদার সকল আধিকারিকদের থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এই বৈঠকে বিভিন্ন দফতরের হাল-হকিকত নিয়ে আলোচনা হবে। এছাড়াও মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় নবান্নে অনুষ্ঠিত হবে রাজ্য মন্ত্রীসভার বৈঠক।
পাশাপাশি মুখ্যমন্ত্রীর উচ্চ পর্যায়ের বৈঠক হল নবান্নে। মুখ্য সচিব-স্বরাষ্ট্র সচিব বৈঠকে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন আইন মন্ত্রী মলয় ঘটক, রাজ্য পুলিশের ডিজিরাজিব কুমার, কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল-সহ অন্যান্য আধিকারিকরাও এই গুরুত্বপূর্ণ বৈঠকে হাজির ছিলেন। বাস্তবায়নের ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয় সেই পরিপ্রেক্ষিতেও আলোচনা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।
রাজ্যে আইন বাস্তবায়নের পর সরকারি কোন কোন পদক্ষেপ গ্রহণ করতে হবে তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আরজি কর কাণ্ডের পর এবং নারীদের উপরে অত্যাচারের ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের কঠিন আইন বলবৎ করার পক্ষে সওয়াল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জোড়া চিঠিতে কঠিন আইন বলবৎ করার আর্জি জানিয়েছেন দেশের প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়।
ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার লাগু করেছে ন্যায় সংহিতা। সেখানেও নারীদের উপরে অত্যাচারের বিষয়ে আইন রয়েছে। কিন্তু সেই আইনকে আরও কঠিন এবং ঠিকমতো বাস্তবায়ন করতে রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে। রাজ্য বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে ইতিমধ্যেই ধর্ষণ এবং নারী নির্যাতনের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের নয়া অপরাজিতা আইন সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে।
আইন পাশ হয়ে যাওয়ার পরে প্রথমে রাজভবন এবং তার পরে রাষ্ট্রপতির কাছে নিয়মমাফিক যাবে। রাষ্ট্রপতির সই হওয়ার পরে আইন কীভাবে এই রাজ্যে বলবৎ করা হবে তা নিয়েই মুখ্যমন্ত্রীর প্রথম বৈঠক বৃহস্পতিবার নবান্নতে অনুষ্ঠিত হয়। পাশাপাশি