রাজ্যের খবর
Trending

রাজ্যের নাগরিকদের পাশে দাঁড়াতে বিকল্প কার্ড চালু এবং পোর্টাল চালুর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

The Chief Minister announced the launch of alternative cards and portals to support the citizens of the state

The Truth Of Bengal : মানুষকে বিপদে ফেলতেই ভোটের আগে বাতিল করা হচ্ছে আধারকার্ড। এটা বিজেপির বড় যড়যন্ত্র। বেশি আধারকার্ড বাতিল করা হচ্ছে মতুয়াদের। সিএএ চালু করার আগে এই ফন্দি করা হচ্ছে। নবান্ন থেকে এই অভিযোগ আরও জোরদার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের নাগরিকরা যাতে সমস্যায় না পড়েন সেজন্য বিকল্প কার্ড চালু করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে যাঁদের আধার বাতিল হয়েছে তাঁরাও যাতে সরকারি সুবিধা পায় সেজন্য একটি রাজ্যের পোর্টাল চালু করার কথাও জানান প্রশাসনিক প্রধান।

কেন্দ্রের অব্যবস্থায় যখন আধারকার্ড নিয়ে সমস্যা বাড়ছে,জট পাকছে, তখন জটিলতা কাটাতে এগিয়ে এল রাজ্য সরকার।কেন্দ্র উদ্বেগ বাড়াচ্ছে রাজ্য তখন অধিকার রক্ষার ভরসা দিল। ইতিমধ্যে রাজ্যের জামালপুর থেকে নাকাশিপাড়া, বনগাঁ, একাধিক জায়গার মানুষ এই আধার বাতিলের জন্য আতঙ্কে ভুগছেন। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, মানুষকে বিপদে ফেলতেই ভোটের আগে বাতিল করা হচ্ছে আধারকার্ড। মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন কেন আধারকার্ড নিয়ে নিম্নমাণের রাজনীতি করা হচ্ছে ? কেন ভোটের আগে অধিকার কাড়ার ষড়যন্ত্র হচ্ছে তা নিয়েও মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন ? মূলত মতুয়া সম্প্রদায়ের আধার কার্ড বেশি বাতিল করা হচ্ছে বলে দাবিও করেন তিনি। একইসঙ্গে প্রশাসনিক প্রধান বলেন,বাংলার অধিকার রক্ষা থেকে নাগরিক স্বার্থে প্রতি মুহুর্তে লড়াই করতে হচ্ছে।আসলে এনআরসি চালুর আগে এই ফন্দি করা হচ্ছে। বাংলায় কোনওভাবেই তাঁর জীবন থাকতে এনআরসি লাগু করতে দেবেন না,লাগু হবে না সিএএ ।

রাজ্যের একাধিক জেলায় ভোটের আগে কেন আধারকার্ড বাতিল করে দেওয়া হচ্ছে? কেন কেন্দ্রের বিজেপি সরকারের তরফে নিম্নমাণের রাজনীতি করা হচ্ছে? নবান্ন থেকে এই প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বঞ্চনার বিরুদ্ধে তিনি লড়াই করছেন। তিনি চান না কোনও নাগরিককে বঞ্চিত করা হোক। একের পর এক রাজ্যের বিভিন্ন প্রান্তের বাসিন্দাদের আধার কার্ড বাতিল করছে কেন্দ্র। যা নিয়ে   দুশ্চিন্তায় ঘুম উড়িয়েছে বাসিন্দাদের। এই পরিস্থিতিতে আধারের বিকল্প কার্ডের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক থেকে প্রশাসনিক  মমতা বন্দ্যোপাধ্যায় স্বস্তির বার্তা দেন।বলেন, শিগগিরিই চালু করা হবে বিকল্প কার্ড,রাজ্যের নিজস্ব পোর্টাল।

সবমিলিয়ে মুখ্যমন্ত্রী ভরসা দেন যাঁদের আধার বাতিল করা হচ্ছে তাঁদের জন্য বিকল্প কার্ড চালু করবে রাজ্য। মঙ্গলবার থেকেই আধারকার্ড বাতিল হওয়া মানুষেরা রাজ্যের পোর্টালে নাম নথিভূক্ত করতে পারবেন। যাতে আগামীদিনে মানুষকে আর কোনওরকম সমস্যার মুখে না পড়তে হয়। কেউ যাতে কোনও সরকারি সুবিধা বা নাগরিক অধিকার থেকে বঞ্চিত না হন। বাংলায় উত্তরপ্রদেশ, গুজরাট বা অসমের মতো হয় না, বাংলা স্বকীয় ধারায় নাগরিক অধিকার বজায় রাখবে বলে আরও একবার নবান্ন থেকে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী।

 

FREE ACCESS

Related Articles