রাজ্যের খবর
গাড়ুই নদীতে ভেসে গেল গাড়ি, গাড়ির ভিতরেই মৃত্যু আধিকারিকের
The car was washed away in Garui river, the officer died inside the car

The Truth Of Bengal: গত কয়েকদিনের ভারী বৃষ্টির জেরে রাজ্যের একাধিক এলাকা জলমগ্ন। বিভিন্ন নদীতে উপচে পড়ছে জল। রাস্তাঘাট জলে ভাসছে। আসানসোলের কল্যানপুর এলাকায় গাড়ুই নদীতেও একই পরিস্থিতি।
জল প্লাবিত হয়ে দুকুল ভাসিয়ে নিয়ে গিয়েছে। বিপদ সীমার উপর দিয়ে বইছে জল। নদীর তীরবর্তী গুরুত্বপূর্ণ রাস্তা জলে ভাসছে। হাউজিং যাওয়ার রাস্তায় গাড়ুই নদীর ব্রিজে জল উপচে পড়েছে। এই ব্রিজ দিয়ে যাওয়ার পথে একটি চারচাকা গাড়ি জলের তোড়ে ভেসে যায়।
ওই গাড়ির মধ্যে ছিলেন একটি বেসরকারি সংস্থার এক আধিকারিক। শুক্রবার রাতে গাড়িসহ ওই আধিকারিক ভেসে গিয়েছিলেন। শনিবার সকালে গাড়িটি উদ্ধার করা সম্ভব হয়। গাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয়েছে ওই আধিকারিকের মৃতদেহ। ঘটনাস্থলে আসানসোল দক্ষিণথানার পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।