রাজ্যের খবর

মন্ত্রিসভায় ফের রদবদল, অখিল গিরি দপ্তরের দায়িত্বে এলেন চন্দ্রনাথ

The cabinet reshuffled again, Chandranath came in charge of Akhil Giri office

Truth Of Bengal : মন্ত্রিসভায় ফের রদবদল। অখিল গিরি দপ্তরের দায়িত্ব দেওয়া হল চন্দ্রনাথ সিনহা কে। রাজ্যের মুখ্য সচিব জারি করলেন নির্দেশিকা। কারা দপ্তরের মন্ত্রী অতিরিক্ত দায়িত্ব পেলেন চন্দ্রনাথ সিনহা।

রাজ্য মন্ত্রিসভায় ফের ছোট রদবদল হল। কারা দপ্তরের অতিরিক্ত দায়িত্বে এলেন চন্দ্রনাথ সিনহা। এই দপ্তরের দায়িত্বে ছিলেন অখিল গিরি। দলের নির্দেশে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন অখিল। মুখ্যমন্ত্রী ওই দপ্তরের দায়িত্ব সামলাচ্ছিলেন। অবশেষে ওই দপ্তরের দায়িত্বে আনা হল চন্দ্রনাথ সিনহাকে।

সাসপেন্ডেড অখিল গিরির মন্ত্রক চন্দ্রনাথ সিনহাকে। রাজ্যের মুখ্যসচিব জারি করলেন নির্দেশিকা। কারা দফতরের মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব পেলেন চন্দ্রনাথ সিনহা। মহিলা আধিকারিকের সঙ্গে অভব্য আচরণের জন্য সাসপেন্ড হন অখিল। সেই কারা মন্ত্রকের দায়িত্ব দেওয়া হল চন্দ্রনাথ সিনহাকে

 

Related Articles