রাজ্যের খবর

মাহেশের জগন্নাথ দেবের মন্দিরে চুড়ায় বসতে চলেছে নীলচক্র, খুশি ভক্তরা

The blue chakra is about to sit on the top of the Jagannath Dev temple in Maheshwar, happy devotees

Truth of Bengal: তরুণ মুখোপাধ্যায়, হুগলিঃ  ৬২৯ বছরের প্রাচীন শ্রীরামপুর মাহেশের জগন্নাথ দেবের মন্দিরে চুড়ায় নীলচক্র স্থাপিত হবে। শুক্রবার মায়েশ জগন্নাথ দেব ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী শ্রী ক্ষেত্র পুরীতে গিয়ে এই মন্দিরের নীল চক্র স্থাপন নিয়ে পুরীর মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলেছেন।

এবিষয় পিয়াল বাবু জানান, খুব শীঘ্রই  পশ্চিমবাংলার কাছে এক শুভ মুহূর্ত আসছে। এই নীল চক্র স্থাপনের মধ্য দিয়ে প্রভু জগন্নাথ দেব আগামী দিনে সকল ভক্ত সম্প্রদায়কে আশীর্বাদে ভরিয়ে দেবেন। এবং সমস্ত বাধা বিপত্তি থেকে বাংলার দশ কোটি মানুষের পরিবার প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে সুখ এবং সমৃদ্ধিতে ভরে যাবে।

পিয়াল বাবু আরও জানান, “আমাদের মানবিক জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৯ সালে রথের সময় মাহেশে এসেছিলেন। সেই সময় ট্রাস্টি বোর্ডের তরফ থেকে আমি তাকে অনুরোধ করেছিলাম যে দিদি এত প্রাচীন এবং ঐতিহ্যশালী  আমাদের এখানকার প্রভু জগন্নাথ দেবের দেবালয়। যার  ইতিহাস পৃথিবীর মানুষ জানেন। কিন্তু খুবই পরিতাপের বিষয় এই মন্দিরটি অত্যন্ত অবহেলায় অযত্নে পড়ে রয়েছে। আপনি যদি এই মন্দিরকে সংস্কার করে নতুন রূপ দিতে পারেন সেই  অনুরোধ রইলো আপনার কাছে। অত্যন্ত আনন্দের কথা আমাদের আবেদনের সাড়া দিয়ে সঙ্গে সঙ্গে দিদি মমতা   বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন অবিলম্বে নব নীলাচল যার নামকরণ করেছিলেন স্বয়ং চৈতন্যদেব সেই মন্দিরের আমূল সংসার হবে এবং মাহেশকে পশ্চিমবাংলার পর্যটন মানচিত্রে তুলে আনবেন। দিদি যা কথা দেন তা তিনি অক্ষরে অক্ষরে পালন করেন। মাত্র তিন বছরের মধ্যে মাসেশের জগন্নাথ দেবের মন্দির কে এক অনিন্দ্য সুন্দর নতুন রূপ দিয়েছেন। প্রতিদিন দূর-দূরান্ত থেকে ঐতিহাসিক মাহেশের প্রভু জগন্নাথ, বলরাম এবং মা  সুভদ্রার দর্শনের জন্য বাংলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্ত ভগবানের আশীর্বাদ নিতে মহেশের মন্দিরা আসেন। আমাদের আশা আগামী দিনেও আমাদের জনদরদী মুখ্যমন্ত্রী মাহেশকে আরো ঢেলে সাজিয়ে পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পকে আরো  ঊর্ধ্বমুখী করবেন।”

Related Articles