রাজ্যের খবর
আসন্ন দুর্গাপূজার মধ্যেই নতুন ব্রিজ চালু করার ঘোষণা বারুইপুর মহকুমা শাসকের
The Baruipur Sub-Divisional Ruler has announced that the new bridge will be opened during the upcoming Durga Puja

The Truth Of Bengal : বারুইপুর : জাহেদ মিস্ত্রী : আগামী দূর্গা পূজার মধ্যেই সূর্যপুরের আদি গঙ্গার উপর নতুন ব্রিজ চালু হবে, এমনই জানালেন বারুইপুরের মহাকুমা শাসক। বারুইপুরে মহকুমা শাসক চিত্রদীপ সেন বলেন, এই বছর ধরে চলা বারুইপুরের সূর্যপুর সেতু পুজোর আগে খুলে দেওয়া হবে যাতায়াতের জন্য”।
বারুইপুরের কুলপি রোডে থাকা সূর্যপুর সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতু। এই সেতু ধরেই বারুইপুর থেকে জয়নগর, মন্দিরবাজার থেকে শুরু করে রায়দীঘি, কুলতলী, মথুরাপুর যাওয়া যায়। ২০২২ সালের জুলাই মাসে এই ভগ্ন বেহাল দশায় থাকা সেতু ভেঙে নতুন করে নির্মাণের কাজ শুরু করে পূর্ত দপ্তর। বিকল্প হিসেবে এই সেতুর পিছনে থাকা অন্য সেতু দিয়ে যাতায়াত চালু আছে। এই সেতু নির্মাণ দ্রুত সম্পন্ন হলে লক্ষধিক মানুষ উপকৃত হবেন একথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন বারুইপুর মহকুমা শাসক।