হাতির হানায় মৃতদের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ দেওয়া হলো প্রশাসনের তরফে
The administration has provided compensation to the families of those killed in the elephant attack.

Truth Of Bengal: রাজগঞ্জ ব্লকের মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুধিয়ার চর এলাকায় হাতির হানায় গতকাল মর্মান্তিকভাবে এক কিশোর ও এক যুবকের মৃত্যু হয়। আর শুক্রবার গাজলডোবা পুলিশ ফাঁড়িতে মৃতদের পরিবারের সদস্যদের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হলো। পাশাপাশি মৃতদের পরিবারের একজন করে সদস্যের বন দফতরে চাকরি দেওয়া হবে বলেও জানা গিয়েছে। এদিন গাজলডোবা পুলিশ ফাঁড়িতে উপস্থিত ছিলেন বৈকুন্ঠপুর বনবিভাগের ডিএফও রাজা এম, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সহ অনেকে। চেক নিতে এসেও কান্নায় ভেঙ্গে পড়েন মৃতের পরিবারের সদস্যরা। পরিবার দুটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।
হাতির হানায় মৃত নারায়ণ চন্দ্র দাসের বাবা প্রতাপ চন্দ্র দাস বলেন,” আজকে আমাদের হাতের পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হল। পাশাপাশি পরিবারের একজন সদস্যের চাকরির আশ্বাস দেওয়া হয়েছে।”
বিধায়ক খগেশ্বর রায় বলেন, “তরতাজা দুজনের অকালমৃত্যুতে পরিবার দুটি গভীরভাবে শোকাহত। সরকার তাদের পাশে আছে। আজ দুটি পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে এবং আগামী তিন মাসের মধ্যে দুই পরিবারের একজন করে সদস্যের চাকরি দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।”
বৈকুণ্ঠপুর বনবিভাগের ডিএফও রাজা এম বলেন,”ক্ষতিপূরণ প্রদানের পাশাপাশি ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে বন দপ্তরের পক্ষ থেকে দুটি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে।”