রাজ্যের খবর
Trending

পরিবেশ বন্ধু পার্কিং, যানজট কমাতে পার্কিং স্পেস গঠনে এগিয়ে এল হাওড়ার থানামাকুয়া পঞ্চায়েত

Thanamakua Panchayat of Howrah came forward to create parking spaces to reduce traffic congestion

The Truth Of Bengal : ব্যস্ত যুগে বেড়েছে রাস্তায় যানবাহন। যানজটে প্রায়শই হাঁসফাঁস করেন পথচারীরা। যানজটের যন্ত্রণা থেকে সবাইকে রেহাই দিতে পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে। কলকাতার মতোই হাওড়াতেও পার্কিং স্পেস, আধুনিক করা হচ্ছে। মূলতঃ গাড়ি পার্কিংয়ের যন্ত্রণা লাঘব করতে দুই শহরে মেগা পরিকল্পনা নিচ্ছে প্রশাসন। যমজ শহরের জন্য সুসংহত কার পার্কিং পরিকল্পনা করার পাশাপাশি তার রূপায়ণের কাজও চলছে।

এবার সেই পথে পার্কিংয়ের সুবিধার্থে প্রয়োজনীয় পার্কিং স্পেস গড়ার কাজ করল থানামাকুয়া পঞ্চায়েত। দুচাকা, ৩চাকা থেকে ৪ চাকা গাড়ি এই পার্কিং স্পেসে রাখার সুব্যবস্থা রয়েছে। জনপ্রতিনিধিরা নিত্যদিনের যানজট কমাতে আন্তরিক উদ্যোগকে সাধুবাদ জানান। রাজ্য সরকারের লক্ষ্য নিজস্ব তহবিল তৈরি করা। তার উপর ভিত্তি করে চুনাভাটিতে আন্দুল রোডের পাশে বেসরকারি হাসপাতালের বিপরীতে পার্কিং প্লেস করা হয়েছে।

এই জায়গাটি বাছার মূল কারণ, দীর্ঘদিন ধরে এখানে আবর্জনা ফেলা হত, যা পথ চলতি মানুষ ও হাসপাতালের রোগীর পরিজনদের অসুবিধা হত। তাতে দুর্গন্ধ ছড়াতো এই জায়গাটিতেই। হাসপাতালের রোগীর পরিজনরা গাড়ি রাখতে গেলেও অসুবিধায় পড়তেন। তাই পরিবেশ বাঁচিয়ে বিকল্প পথে এই পার্কিং স্পেস গড়ে তোলার ভাবনা শহরের মতোই এই ব্যস্ত গ্রামবাংলাকেও স্বস্তি দিচ্ছে।

 

FREE ACCESS

Related Articles