রাজ্যের খবর

নদীয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ২

Terrible road accident in Nadia, 2 dead

Truth Of Bengal: স্করপিও ও বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হল ২ যুবকের।  বুধবার সন্ধ্যায় এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, নবদ্বীপ থানার কৃষ্ণনগর রাজ্য সড়কের ওপর কানাইনগর ভালুকা বটতলা এলাকায়। মৃত ওই দুই  বাইক আরোহীর নাম উজ্জ্বল ভাদুড়ি ও অরূপ সেন। তাদের বাড়ি নবদ্বীপ থানার মুকুন্দপুর ভাদুড়ী পাড়া এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, সম্পর্কে তারা দুইজন আত্মীয়। এদিন সন্ধ্যায় ওই দুইজন মুকুন্দপুরের বাড়ি থেকে মোটর বাইকে চড়ে বিষ্ণুপুর হাসপাতালের দিকে যাচ্ছিলেন। কানাইনগর ভালুকা বটতলা পেট্রোল পাম্পের কাছে উল্টোদিক থেকে আসা একটি স্করপিও গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে রাস্তায় লুটিয়ে পড়ে ২ যুবক। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। পরে পুলিশকে ঘিরে সাময়িকভাবে বিক্ষোভ দেখায় সাধারণ জনতা। এরপর তারা দেহ দুটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিষ্ণুপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পাশাপাশি, স্করপিও ও বাইকটিকে আটক করে। বৃহস্পতিবার ২ যুবকের মৃতদেহ পাঠানো হয় ময়নাতদন্তে। আর এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ওই দুজনের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

Related Articles