রাজ্যের খবর

মেদিনীপুরে সুপার মার্কেটে ভয়াবহ আগুন, চাঞ্চল্য এলাকায়

Terrible fire at supermarket in Midnapore, sensitive area

Truth of Bengal: মেদিনীপুর শহরের ব্যস্ততম পঞ্চুরচক এলাকায় একটি বহুতল ভবনের সুপার মার্কেটে শনিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল ৯টা নাগাদ স্থানীয় বাসিন্দারা সুপার মার্কেটের ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখতে পান। প্রথমে বাজারের কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় তাঁরা সফল হননি। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকল বিভাগে।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘক্ষণ চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা। দমকল সূত্রে জানা গিয়েছে, আগুন মূলত মার্কেটের ভিতরের একটি এসি মেশিনে শর্টসার্কিটের ফলে লাগে এবং সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে।

আগুনের ঘটনায় বহুতলের অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপত্তার কারণে ফ্ল্যাট ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। আশপাশের এলাকাতেও এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়।

ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় দুই ওয়ার্ডের কাউন্সিলর— ৮ নম্বর ওয়ার্ডের ইন্দ্রজিৎ পানিগ্রাহী এবং ৯ নম্বর ওয়ার্ডের সৌরভ বসু। সৌরভ বসু জানান, “যে এলাকায় আগুন লেগেছে, সেটি দুটি ওয়ার্ডের সংযোগস্থল। তাই আমরা দু’জনেই ঘটনাস্থলে এসেছি। স্থানীয়রা ও বাজারের কর্মীরা দমকল আসার আগেই আগুন নেভানোর চেষ্টা শুরু করেছিলেন। পরে দমকল এসে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

দমকল কর্মীরা ভবনের ভিতরে ঢুকে খতিয়ে দেখছেন, কোথাও আগুন বা ধোঁয়া এখনও রয়ে গিয়েছে কি না। যদিও এই ঘটনায় কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি, তবু ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্দিষ্ট করে বলা সম্ভব হয়নি।

সুপার মার্কেটটি শহরের অন্যতম ব্যস্ত ও জনবহুল জায়গায় হওয়ায়, অগ্নিকাণ্ডের এই ঘটনা নিয়ে প্রবল উদ্বেগ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। নিরাপত্তার খাতিরে ভবনের ইলেকট্রিক সংযোগ আপাতত বিচ্ছিন্ন করা হয়েছে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে অতিরিক্ত সতর্কতা নেওয়ার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ।

Related Articles