রাজ্যের খবর
ফের বাড়বে তাপমাত্রা! উধাও হবে শীত? কী জানাচ্ছে হাওয়া অফিস
Temperatures will rise again! What the Meteorological Office is saying

Truth Of Bengal: রবিবার থেকে ফের বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী তিন দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারার সম্ভাবনার কথাও জানিয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই পূর্বাভাস দেওয়া হয়েছে। পৌষ সংক্রান্তিতেও পশ্চিমি ঝঞ্ঝার কারণে জাঁকিয়ে শীত পড়বে না। এদিকে জানানো হয়েছে, রবিবার ও সোমবার দার্জিলিঙে হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনাও এখনও রয়েছে। সোমবার কালিম্পংও সামান্য ভিজতে পারে।