আবার বাড়ছে তাপমাত্রা, তবে বজায় থাকবে ঝড়-বৃষ্টির প্রভাব
Temperature is rising again, but the effects of storms and rain will persist

Truth of Bengal: দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ—উভয় অংশেই আবারও পরিবর্তনশীল আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সাম্প্রতিক সময়ের স্বস্তিদায়ক আবহাওয়ার পরে আবার বাড়তে চলেছে তাপমাত্রা। তবে এর মাঝেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকায় স্বস্তি মিলতে পারে অনেক জেলায়।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হতে পারে। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে বিকেলের দিকে কালবৈশাখীর প্রবল সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে ঝোড়ো হাওয়া ৩০-৫০ কিমি/ঘণ্টা বেগে বইতে পারে এবং কোথাও কোথাও বজ্রপাতও হতে পারে।
কয়েকদিনের টানা বৃষ্টির ফলে রাজ্যের তাপমাত্রা কিছুটা কমে গিয়েছিল এবং স্বাভাবিকের নিচে অবস্থান করছিল। তবে আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা আবার বাড়তে শুরু করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বিশেষ করে ৮ মে পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
উত্তরবঙ্গেও একইরকম পরিস্থিতি বিরাজ করতে পারে। পার্বত্য জেলাগুলিতে আজকের দিনে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলে ঝোড়ো হাওয়ার গতি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও এরই মধ্যে তাপমাত্রাও কিছুটা বৃদ্ধি পাবে।