ম্যানচেস্টার সিটির সঙ্গে মউ-স্বাক্ষর টেকনো ইন্ডিয়ার, কলকাতায় হবে ফুটবল প্রশিক্ষণ স্কুল
Techno India signs MoU with Manchester City, will set up football training school in Kolkata

Truth Of Bengal: বাংলার ফুটবল উন্নয়নে বড় পদক্ষেপ। ম্যানচেস্টার সিটি ও টেকনো ইন্ডিয়া গ্রুপ যৌথভাবে কাজ করবে। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আয়োজিত শিল্প বৈঠক থেকে একটি মউ-স্বাক্ষরিত হয়েছে।
লন্ডনে আয়োজিত এই শিল্প বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের বিশিষ্ট শিল্পপতিরা। উপস্থিত ছিলেন ব্রিটিশ শিল্পপতিরাও। বাংলার শিল্প উন্নয়নের ক্ষেত্রে একাধিক উদ্যোগ উঠে এসেছে এই বৈঠক থেকে। ম্যানচেস্টার সিটির সঙ্গে মউ-স্বাক্ষর টেকনো ইন্ডিয়ার ঐতিহাসিক চুক্তিতে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ম্যানচেস্টার সিটির সঙ্গে মউ-স্বাক্ষর টেকনো ইন্ডিয়া, কলকাতায় হবে ফুটবল প্রশিক্ষণ স্কুল pic.twitter.com/DuqbJ9qMaM
— TOB DIGITAL (@DigitalTob) March 26, 2025
বাংলার ফুটবলের উন্নয়নে হাত বাড়াল ইংল্যান্ডের অন্যতম সফল ক্লাব ম্যাঞ্চেস্টার সিটি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন সফরে রয়েছেন, তারই মাঝে ম্যানচেস্টার সিটির সঙ্গে মউ-চুক্তিতে স্বাক্ষর করল টেকনো ইন্ডিয়া গ্রুপ। কিছুদিন আগেই সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন্স হয়েছিল বাংলা। রবি হাঁসদাদের সেই কীর্তিকে এগিয়ে নিয়ে যেতে একযোগে কাজ করবে ম্যানচেস্টার সিটি এবং টেকনো ইন্ডিয়া।
লন্ডনে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্প বৈঠকে ‘মউ’ চুক্তি স্বাক্ষর হয়। ম্যানচেস্টার সিটি ক্লাবের তরফে মুখ্যমন্ত্রীকে একটি জার্সি উপহার দেওয়া হয়। বাংলার গ্রামে গ্রামে ফুটবল ছড়িয়ে দিতে এই উদ্যোগ। কলকাতায় ফুটবল গড়ে তুলতে স্কুল তৈরি করবে যৌথভাবে। সারা রাজ্যের থেকে প্রতিভাবানরা এই স্কুলে এসে ফুটবলে প্রশিক্ষণ নেবে। বাংলা ফুটবলের সার্বিক উন্নয়নে এক যুগান্তকারী পদক্ষেপ হতে চলেছে।