রাজ্যের খবর

 স্কুলে শিক্ষক সংকট, মানবিক ভরসা অবসরপ্রাপ্ত শিক্ষকের 

Teacher shortage in schools, humanitarian trust of retired teachers

Truth Of Bengal: ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের বহড়াদাঁড়ি জুনিয়র হাই স্কুল কার্যত শিক্ষকের অভাবে পড়েছে গভীর সংকটে। চাকরি হারানোর খবর শুনেও শনিবার পর্যন্ত স্কুলে আসতেন একমাত্র শিক্ষক কিসুন বেসরা। তবে সোমবার তিনি মুখ্যমন্ত্রীর সভায় থাকায় স্কুলের দায়িত্ব এসে পড়ল অবসরপ্রাপ্ত অতিথি শিক্ষক অজিত কুমার ভুঁইয়ার উপর।

এক সময় স্কুলে ছিলেন দু জন শিক্ষক – ইতিহাসের কিসুন বেসরা এবং ইংরেজির শান্তনু পাল। শান্তনু পাল কে কয়েক বছর আগে অন্য স্কুলে পাঠানো হয় ‘লোকাল অ্যারেঞ্জমন্ট’ এর মাধ্যমে। ফলত, কিসুন বেসরা একাই স্কুল সামলাতেন। তিনি উদ্যোগ নিয়ে দু’জন অথিথি শিক্ষক নিয়োগ করান, যাদের মধ্যে অজিত কুমার ভুঁইয়া সম্প্রতি অবসর নেন।

বর্তমানে কিসুন বেসরা শহরে চলে যাওয়ায় স্কুলে এসে দাঁড়ান অজিত বাবু। তিনি একাই পরিক্ষা নেওয়া, মিড-ডে-মিল সবই সামলেছেন। তবে তিনি স্পষ্ট জানিয়েছেন, “মানবিকতার খাতিরে এসেছি। মঙ্গলবার পরীক্ষা শেষ হলেই আর আসব না। দায়িত্ব ঊর্ধ্বতন কতৃপক্ষের হাতে তুলে দেব”।

এমন অবস্থায় চরম অনিশ্চয়তায় পরেছে ছাত্র-ছাত্রীরা। অষ্টম শ্রেণির নমিতা সিং, সপ্তম শ্রেণির দেবী প্রামাণিক, ষষ্ঠ শ্রেণির রাজ দীপ বেরা, পঞ্চম শ্রেণির অলক হাঁস দারা ভাবছে, পড়াবেন কে? কিসুন বেসরা বারবার সমস্যার কথা জানিয়েও কোন ও সমাধান পাননি। জেলা বিদ্যালয় পরিদর্শক স্বীকার করেছেন, “শিক্ষক পাওয়া খুব মুশকিল। কি যে করি!”।

বিদ্যালয়ের ভবিষ্যৎ আপাতত ঘোর অনিশ্চয়তার মধ্যে। স্কুলের দরজা খুললেও, সেখানে শিক্ষার আলো জ্বলবে তো? প্রশ্ন তুলছেন গ্রামবাসী এবং ছাত্র-ছাত্রীরা।

Related Articles