রাজ্যের খবর

ফেসবুক লাইভে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ, আত্মঘাতী শিক্ষিকা

Teacher commits suicide after alleging harassment by school authorities on Facebook Live

Truth Of Bengal: ডানলপে আত্মঘাতী স্কুল শিক্ষিকা। দুপুরে ফেসবুক লাইভে অভিযোগের পর সন্ধ্যেয় বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত মৃতদেহ। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ। অভিযোগ স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধেও। দীর্ঘদিন ধরে প্রাপ্য টাকা দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ। দক্ষিণেশ্বর থানায় অভিযোগ দায়ের মৃতার ভাইয়ের। ডানলপের খালসা মডেল স্কুলের শিক্ষিকা যশবির কৌরের রহস্যমৃত্যু। এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি স্কুল কর্তৃপক্ষ। নিজের স্কুলেই মানসিক নির্যাতন, হেনস্থার শিকার হয়েই কী আত্মঘাতী শিক্ষিকা? উঠছে প্রশ্ন।

Related Articles