
The Truth of Bengal: সুসমাজ গড়ে তোলার কারিগর যারা সেই শিক্ষকদের সম্মান জানাতে শিক্ষারত্ন সম্মান প্রদান করে রাজ্য সরকার। এবার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে শিক্ষারত্ন পাচ্ছেন কুলপি তিন নম্বর চক্রের কেশব নগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেন্দ্রনাথ ঘোষ। ডায়মন্ড হারবার পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি। নিজের শিক্ষারত্ন পাওয়ার খবর পেয়েই অমরেন্দ্র বাবু বলেন, ১৯৯৯ সালের নভেম্বর মাসে সহকারী শিক্ষক হিসেবে কেশব নগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় যোগদান করেন তিনি।
এরপর ২০০৮ সালে স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেন। শিক্ষারত্ন পুরস্কারের জন্য ২০২৩ সালের জুন মাসে রাজ্য সরকারের নোটিশ পেয়ে তিনি আবেদন করেছিলেন। গত ৩১ শে আগস্ট রাজ্য সরকার রাজ্যের ১৫ জন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাকে শিক্ষারত্ন দেওয়ার ঘোষণা করেন আর সেই তালিকায় নিজের নাম দেখেন তিনি। শিক্ষারত্ন পাওয়ার খবর পেয়ে রাজ্য সরকারকে ধন্যবাদ জানান তিনি।বর্তমানে কেশব নগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় মোট ৬৬ জন ছাত্রছাত্রী পঠন-পাঠন করেন।
অমরেন্দ্রনাথ ঘোষ ও এক সহকারী শিক্ষক দুজনে মিলেই স্কুলের পঠন-পাঠন চালিয়ে যাচ্ছেন। আগামী ৫ ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন রাজ্য সরকারের পক্ষ থেকে তাড়াতে শিক্ষারত্ন পুরস্কার তুলে দেওয়া হবে। শিক্ষকতা জীবনে স্বামীর দীর্ঘ লড়াইয়ের সাক্ষী থেকেছেন স্ত্রী। স্বভাবতই রাজ্য সরকারের তরফ থেকে এই সম্মান পাওয়ায় খুশি প্রধান শিক্ষক অমরেন্দ্রনাথ ঘোষের স্ত্রী শুভ্রা ঘোষ। প্রধান শিক্ষক শিক্ষারত্ন সম্মান পাওয়ায় উচ্চসিত কেসব নগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অশিক্ষক কর্মী থেকে পড়ুয়া ও অভিভাবকরা।