রাজ্যের খবর

চিতাবাঘের আক্রমণে আক্রান্ত চা বাগানের শ্রমিক

Tea garden workers attacked by leopards

The Truth Of Bengal : চিতাবাঘের আক্রমনে আক্রান্ত হলেন এক চা বাগানের শ্রমিক। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে ডুয়ার্সের মেটেলি ব্লকের ইনডং চা বাগানে । আহত চা শ্রমিকের নাম আলব্রাট মুন্ডা , বয়স ৫০ ।স্থানীয় সূত্র জানা গেছে , প্রতিদিনের মত বুধবার সকালে চা বাগানে এ-৭ সেকশনে স্প্রে করার কাজ করছিলেন তিনি। চা বাগানে কাজ করার সময়ই চা গাছের ঝোপের আড়াল থেকে অতর্কিত আক্রমণ করে চিতাবাঘটি। আহত হন তিনি ।

চা বাগানের বাকি শ্রমিকরা ওই আহত শ্রমিককে উদ্ধার করে প্রথমে বাগানের হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে মঙ্গলবাড়ী গ্রামীণ হাসপাতাল থেকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার খবর পেয়ে চালসায় পৌঁছায় খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা।

ইনডং চা বাগানের পঞ্চায়েত সদস্য সিনু মুন্ডা জানান , প্রতিদিনের মত এদিনও চা বাগানে কাজে গিয়ে চিতা বাঘের আক্রমণের মুখে পড়েন ওই শ্রমিক। বনদপ্তরের গাড়িতেই মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় । বর্তমানে তিনি চিকিৎসাধীনে আছে । পাশাপাশি বনদফতরেরে তরফ থেকে আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য সাহায্য করবে।

Free Access

Related Articles