রাজ্যের খবর

নেওয়া হচ্ছে উৎসবের মরশুমের সুযোগ! চলছে বালি চুরি

Taking advantage of the festive season! Sand theft is going on

The Truth Of Bengal : পুজোর সময় অফিস-কাছারি বন্ধ থাকে। উৎসবের মাতোয়ারা মানুষদের সামলাতে ব্যস্ত হয়ে পড়ে পুলিশ। তার সুযোগ নেয় এক শ্রেণির বালি মাফিয়া। মেশিন দিয়ে দেদার কাঁসাইয়ের বালি লুঠের ছবি প্রকাশ্যে এসেছে। সোনার মতো  দামী বালির দেদার লুঠ চলায় মুখ বুঝে থাকতে পারেননি দাসপুরের রামদাসপুরের মানুষ। ধস নামায় বসতভিটে থেকে জমি বাঁচানোর জন্য জনতা কোমর বাঁধে। ডর না পেয়ে নদীর পেট খালি করে বালি চুরির বিরুদ্ধে গর্জে ওঠেন দলমত নির্বিশেষে মানুষ।

প্রশাসনের কাছে তাঁরা আবেদন করেন, বন্ধ হোক প্রশাসনের অলক্ষ্যে বালি চুরি। অবৈধ বালি খাদান থেকে বালি চুরির ঝোঁক বাড়ায় লুঠ রুখতে প্রশাসনও কোমর বেঁধেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে বেআইনি বালি চুরি রুখতে লাগাতার অভিযান চলছে। এরপরেও কিছু অশুভ ও মুনাফাখোর মাফিয়ারা বালি তুলে পকেট ভরাতে চায়।তাঁদের অবৈধ কারবারের দৌরাত্ম্য বাড়ায় বাড়ছে দুর্ঘটনা।তাতে অনেকের ক্ষতিও হচ্ছে।অঙ্গহানি থেকে জীবনহানি  বন্ধের জন্য প্রশাসনকে আরও সজাগ হওয়ার আবেদন জানাচ্ছে সাধারণ মানুষও।

দাসপুরের রামদাসপুর এলাকায় কাঁসাই নদীতে প্রায় তিন বছর আগে, একটি ঠিকাদারি সংস্থা বরাত নেয় বালি তোলার জন্য।  সেই বালি ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক সম্প্রসারণ এর কাজে লাগানো হবে। এলাকাবাসীদের অভিযোগ, অবৈজ্ঞানিকভাবে নদী থেকে বালিতোলার ফলে, নদী হারাচ্ছে গতিপথ নদীর দুইপাড় প্রতিনিয়ত ধসে যাচ্ছে, কৃষিজমি চলে যাচ্ছে নদীর গর্ভে, প্রকৃতি তার ভারসাম্য হারাচ্ছে।প্রশাসন চায় এইধরণের বেআইনি কারবারে রাশ টানতে।দাসপুরের প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে আরও নজর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

FREE ACCESS

Related Articles