রাজ্যের খবর

মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় প্রথম সাইদ আলম মন্ডল, স্বপ্ন চিকিৎসক হওয়ার

Syed Alam Mondal tops Madrasa Board's secondary exam, dreams of becoming a doctor

Truth Of Bengal: উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহাকুমার বসিরহাট ১,নম্বর ব্লকের ইটিণ্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের ইটিন্ডা আমিনিয়া মাদ্রাসা। ১৯৩০ সালে এই মাদ্রাসা স্থাপিত হয় স্বাধীনতা সংগ্রামী আল্লামা রুহুল আমিন উদ্যোগে সেখান থেকে আজও গর্বের সঙ্গে ভারত বাংলাদেশ সীমান্তে প্রতিষ্ঠিত। ইতিমধ্যেই মাদ্রাসা থেকে ইঞ্জিনিয়ার ডাক্তার চিকিৎসক রাজ্য দেশের নানা প্রান্তে সুনামের সঙ্গে অর্জন করে আসছে। ২০২২ সাল থেকে মাদ্রাসা বোর্ডের রেংক করে আসছে এবার আমিনিয়া মাদ্রাসা বোর্ডের মুকুটে নয়া পালক প্রথম হয়েছে সাঈদ আলম  তার ৯০০ মধ্যে প্রাক্তন নম্বর ৮৭৩ l

বাবা আব্দুল কাইয়ুম মন্ডল বোম্বেতে সেলাই মিস্ত্রি কাজ করেন। মা সাবিনা বিবি গৃহবধূ কোনরকম ভাবে দিন গুজরা দান করেন টালি চাল আর এডবেস্টারের ঘরে ফাইভ স্বপ্ন দেখতো সে একটা কিছু করবে। তাই এবার মাদ্রাসা বোর্ডে প্রথম আগামী দিনের জয়েন্টে বসে ইঞ্জিনিয়ারিং পাশাপাশি মেডিকেলে পরীক্ষায় বসে চিকিৎসা হওয়ার তার স্বপ্ন। কিন্তু পড়াশুনোর খরচ জোগাড় করা তার কাছে একেবারেই দুর্বিষহ ব্যাপার। তাই সরকারের কাছে আবেদন জানিয়েছেন মানবিক মুখ্যমন্ত্রী সাহায্যের হাত বাড়িয়ে দেন। তাহলে তার স্বপ্ন পূরণ হবে দিনে আট থেকে দশ ঘণ্টা পড়াশোনা করতেন অবসর সময় মোবাইল দেখতেন সৎ উদ্দেশ্যে অর্থাৎ পড়াশোনার ভিডিও দেখতেন।

পাশাপাশি ক্রিকেট খেলা পছন্দ হয় তার পছন্দের খেলোয়াড় বিরাট কোহেলি। ইটিন্ডা আমিনিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাবিবুর রহমান দিরেক্টর মাসিদুর রহমান ,পরিচল সমিতির সম্পাদক সারিফুল মন্ডল তিনি বলেন এই মাদ্রাসায় প্রায়  ৩৫০ ছাত্রছাত্রী রয়েছে তারা বহু সুনামের মধ্য দিয়ে রাজ্য দেশের মানচিত্রে জায়গা করে নিয়ে যে আমরা চাই মানবিক মুখ্যমন্ত্রী সাহায্য হাত বাড়িয়ে দিক তাহলে এই দুস্থ মেধাবী ছাত্র স্বপ্নপূরণ হবে। বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় এই মেধাবী ছাত্রের বাড়িতে গিয়ে তাকে ফুল ও মিষ্টি দিয়ে সংবর্ধনা দেন পাশাপাশি তার পড়াশোনার সমস্ত দায়িত্ব খরচ যাতে সরকার নেয় সেই আবেদন মুখ্যমন্ত্রীর কাছে তিনি জানাবেন এবং তিনি সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

Related Articles