রাস্তায় ভুট্টা বেচে কঠিন জীবনসংগ্রাম, মাধ্যমিকের লক্ষ্যভেদে বহরমপুরের সুনীল হালদার
Sunil Halder of Baharampur in secondary school

The Truth Of Bengal: অভাবের সংসারের জন্য রাস্তায় ভুট্টা বেচে।আবার বেচাকেনা শেষ হলে বই হাতে তুলে নয়।এবার সেই বহরমপুরের গান্ধী কলোনীর সুনীল হালদার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে।আত্মবিশ্বাসী পড়ুয়া মনে করছে, কঠিন জীবনসংগ্রামের মাঝেও এবারের পরীক্ষায় ভালো ফল হবে।
অনটনের সংসার। পরিবারের সদস্যদের পেট চালানোর জন্য রাস্তায় দাঁড়িয়ে ভুট্টা বেচতে হয় পড়ুয়াকে।সংসারের ভার নিজের কাঁধে তুলে নিতে দ্বিধা করেনি বহরমপুরের গান্ধী কলোনীর সুনীল হালদার।আর সারাদিন ভুট্টা বেচার পর কষ্ট-ক্লান্তি ভুলে পড়াশোনায় মন দেয় সে।লক্ষ্য একটাই প্রতিষ্ঠিত ব্যবসায়ী হওয়া।তারজন্য মাধ্যমিকে ভালো ফল করার চেষ্টা করছে এই পিছিয়ে পড়া শ্রেণির পড়ুয়া।
অভাবের সংসারে নিজের পড়াশোনা চালাতে ভুট্টা বিক্রি করছে বহরমপুরের এই কিশোর। জীবন সংগ্রামে এক একটা মাইলস্টোন পেরিয়ে যেতে চায়।জীবনের বড় পরীক্ষার সোপান পেরিয়ে কাজের কাজ কিছু করতে বদ্ধপরিকর সুনীল। সুনীলের চোখে অনেক স্বপ্ন।তবে আর পাঁচটা ছাত্রের মতো তার জীবনটা নয়, তাকে পড়াশোনার সাথে সাথে পরিবারের দায়িত্বের বোঝা ও তুলে নিতে হয়েছে।তবু চ্যালেঞ্জে জয়ী হয়ে মা-বাবার মুখে হাসি ফোটানোর সঙ্কল্প নিয়েছে এই মাধ্যমিক পরীক্ষার্থী।তবে নিয়মিত পড়াশোনার রেওয়াজ ছাড়েনি।শিক্ষকদের গাইড নিয়েই জীবন গড়ার লড়াইতে জিততে চায় মাধ্যমিকের এই পরীক্ষার্থী।
সুনীলের এই লড়াইয়ের প্রশংসা করছে পড়ুয়া থেকে শিক্ষক সকলেই।দারিদ্রতাকে হার মানিয়ে এই অভাবী পড়ুয়ার মুখের হাসি আগামীদিনে চওড়া হোক,চান পাড়া প্রতিবেশীরাও।
Free Access