রাজ্যের খবর

উমা বা দুর্গার নানা রূপ রয়েছে লোককথায়, বিশ্বাসে ভর করে বনদেবীর পুজোপাঠ

Sundarban   

The Truth of Bengal: পায়ে পড়ি বাঘ মামা, করো না কো রাগ মামা। তুমি যে এ ঘরে কে তা জানত? হীরক রাজের কোষাগারে গুপী-বাঘা হানা দিয়ে বাঘকে দেখেই হতভম্ব হয়ে গিয়েছিল। তারা হয়ত দক্ষিণ রায়ের কথা জানতেন না। গুপী বাঘা না জানলেও জানেন সুন্দরবনবাসী।তাই তাঁরা বাঘের হানা থেকে বাঁচতে আজও পুজো করেন বনবিবিকে ! দক্ষিণরায়ের  পুজো হয় সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে। সপ্তদশ শতকে নিমতা গ্রামের বাসিন্দা কবি কৃষ্ণরাম দাসের লেখা “রায়মঙ্গল” কাব্যে দেবতা দক্ষিণ রায়ের মহিমার উল্লেখ পাওয়া যায়। আর এই দক্ষিণ রায়কে নিয়ে নানা লোককথা রয়েছে। আরও জানা যায়,জঙ্গলঘেরা দ্বীপের মানুষের কাছে কেন পছন্দের দেবতা বনবিবি ? সুন্দরবনের হিন্দু মুসলিম উভয়ের কাছেই সবচেয়ে আলোচিত দেবীর নাম  বনবিবি। বনবিবির বিষয় নানান গ্রন্থে  উল্লেখ আছে।

প্রখ্যাত কবি বয়ান উদ্দিন ও মুন্সি মোহাম্মদ খাতের  গ্রন্থ গুলি দুটি প্রধান পর্ব নিয়ে  তৈরি হয়েছে। দক্ষিণ রায়ের সঙ্গে বনবিবির যুদ্ধ এবং ভক্ত দুঃখের আখ্যান রয়েছে। গ্রন্থ অনুসারে বনবিবি র বাবার নাম রাহিম এবং মায়ের নাম গোলাল বিবি।তাঁদের কন্যা  বনবিবি এবং ভাই শাহ জঙ্গল অনেক ছোট্ট বয়সেই দুজনকে জঙ্গলে ছেড়ে যান।  এই ভাবেই জঙ্গলে দিনের পর দিন কাটিয়ে বড় হন। একদিন শাহ জঙ্গল যখন ঈশ্বরের প্রার্থনার জন্য জঙ্গলে  আজান দেন,  সে সময় জঙ্গলের রাজা দক্ষিণ রায় হাজির হয়।  জঙ্গলের রাজা প্রভাকর রায়ের ছেলে বাঘ সেখানে উপস্থিত হয়। বনবিবিকে ঘিরে নানা লোককথা রয়েছে,সেইসব লোককথাকে কেন্দ্র করেই বনবিবির মাহাত্ম্য মুখে মুখে প্রচার হচ্ছে। সুন্দরী গাছ থেকেই সুন্দরবনের নামকরণ করা হয়েছে ।

মানে আমরা জানি সুন্দর একটি জঙ্গল যাতে বিভিন্ন ধরনের পশু পাখি ভিন্ন জাতির জঙ্গলে বসবাস করা প্রাণী এবং সুন্দরী গাছ কিন্তু এর পিছনে লুকিয়ে থাকা এক রহস্যময় ইতিহাস এই লুকিয়ে থাকা ইতিহাস আর কারোর নয় বন জঙ্গলের দেবী অর্থাৎ বনবিবি এবং তার ভাই সাহ জঙ্গল এবং দক্ষিণ রায়ের এক ঐতিহাসিক রহস্য নিয়ে নানা চর্চা হয়।  আজও সেই প্রথা রয়ে গেছে, বনবিবি কে পুজো দিয়ে তার অনুমতি নিয়ে জঙ্গলে মধু সংগ্রহকারীরা যায় এবং মাছ কাকড়া ধরতে যায় এবং যখন তারা মাছ কাঁকড়া মধু সংগ্রহ করা হয়ে যায়। তখন বনবিবিকে পূজোর মাধ্যমে শ্রদ্ধা যাপন করে বাড়ি ফিরে আসে  সুন্দরবনের প্রতিটি অঞ্চলে এবং টাইগার রিজার্ভের প্রতিটি শিবিরে মা বনবিবির মন্দির রয়েছে যা  সমগ্র অঞ্চলকে রক্ষা করে মনে করে, সুন্দরবন বাসিরা। বনবিবি সুন্দরবন বাসীদের জন্য মা দুর্গার দ্বিতীয় রূপ বনবিবি অর্থাৎ বনদেবী ।

Free Access

Related Articles