রাজ্যের খবর

বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হচ্ছেন সুমন কাঞ্জিলাল

Suman Kanjilal is the Chairman of Public Accounts Committee of the Vidhan Sabha

The Truth of Bengal: বিধানসভায় পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান হচ্ছেন সুমন কাঞ্জিলাল। আলিপুরদুয়ার থেকে ‘পদ্ম’ প্রতীকে নির্বাচিত বিধায়ক তিনি। এর আগে পাবলিক অ্যাকাউন্স কমিটির চেয়ারম্যান পদে ছিলেন কৃষ্ণ কল্যাণী। লোকসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছেন কৃষ্ণ কল্যাণী।

ফাঁকা হয়েছে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদটি। ওই পদে বসতে চলেছেন তিনি। বিজেপির প্রার্থী হিসেবে কত বিধানসভা নির্বাচনে তিনি নির্বাচিত হলেও পরে তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছেন। তবে বিধানসভার খাতায় তিনি একজন বিজেপি বিধায়ক। সাধারণত বিরোধী দলের কোন বিধায়ককে এই পদ দিয়ে দেওয়া হয়। এই পদে আগে ছিলেন মুকুল রায়।

পরবর্তীতে বিশ্বজিৎ দাস। এরপর কৃষ্ণ কল্যানী। অবশ্য প্রধান বিরোধী দল বিজেপির পক্ষ থেকে এই নিয়ে প্রথম থেকেই স্পিকারের ভূমিকার সমালোচনা হয়ে আসছে। তাদের পছন্দের প্রার্থীকে কেন পাবলিক অ্যাকাউন্স কমিটির চেয়ারম্যান করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছে বারে বারে। অবশ্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বহুবার জানিয়ে দিয়েছেন কে ওই পদে বসবেন তার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে তাঁর।

Related Articles