তৃণমূল জাতীয় কর্মসমিতির বৈঠকে ডাক পাচ্ছেন না সুখেন্দু, থাকছেন অনুব্রত
Sukhendu not getting invitation to Trinamool National Working Committee meeting, Anubrata staying

Truth Of Bengal: তৃণমূল জাতীয় কর্ম সমিতির বৈঠকে ডাক পাচ্ছেন না রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। বৈঠকে ডাক পেতে চলেছেন অনুব্রত মণ্ডল। বৈঠকে যারা থাকবেন, তাঁদের সবার কাছে আমন্ত্রণমূলক চিঠি পৌঁছে গিয়েছে। সুখেন্দুশেখর এখনও পর্যন্ত সেই চিঠি পাননি। ফলে মনে করা হচ্ছে, জাতীয় কর্মসমিতি থেকে তিনি বাদ পড়তে চলেছেন। এর আগে সুখেন্দুশেখর রাজ্যের শাসক দলের মুখপত্র ‘জাগো বাংলা’-র সম্পাদক ছিলেন।
আরজি করের ঘটনার পর রাজ্যের শাসক দল যখন কিছুটা চাপে পড়ে, সেই সময় দলের বিরুদ্ধে অবস্থান নিতে দেখা যায়। দলবিরোধী নানা ভূমিকা দেখা যায় সুখেন্দুশেখরের। ফলে সুখেন্দুকে নিয়ে অসন্তুষ্ট ছিল তৃণমূল। সেই জন্য জাতীয় কর্মসমিতি থেকে বাদ দেওয়া হচ্ছে তাঁকে। দিল্লিতে সংসদীয় রাজনীতিতে অন্যতম বড় মুখ ছিলেন সুখেন্দু। তবে দলের ঊর্ধ্বে যে কেউ নয়, তা বুঝিয়ে দিচ্ছে তৃণমূল। সুখেন্দুশেখর যে ভূমিকা পালন করেছিলেন, তা ভাল ভাবে নেয়নি দল। তাই তাঁকে বাদ দেওয়া হচ্ছে জাতীয় কর্মসমিতি থেকে।
অন্যদিকে, ইডি ও সিবিআই-এর হাতে গ্রেফতার হওয়ার পর দীর্ঘদিন জেলবন্দি থাকা অনুব্রত মণ্ডল ডাক পাচ্ছেন জাতীয় কর্মসমিতির বৈঠকে। তাঁর কাছে চলে গিয়েছে আমন্ত্রণের চিঠি। বীরভূম জেলা রাজনীতিতে যা বিরাট উল্লেখযোগ্য ঘটনা। সম্প্রতি জেল থেকে ছড়া পেয়ে জেলায় ফিরেছেন অনুব্রত। তারপর থেকে তিনি অংশ নিচ্ছেন দলের নানা কাজে। এবার আবার তিনি ফিরতে চলেছেন আগেই সেই গুরুত্বে। জাতীয় কর্মসমিতিতে তাঁর ডাক পাওয়া সেই কথাই প্রমাণ করছে।