রাজ্যের খবর

ঋণ শোধের জন্য প্রকাশ্যে হেনস্থা, আত্মঘাতী দম্পতি, কাঠগড়ায় ব্যাঙ্ককর্মী

কোনও সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে ঘরে ঢুকতেই দেখে ঝুলন্ত অবস্থায় রয়েছেন ওই দম্পতি

The Truth of Bengal: সময়ে ঋণশোধ করতে না পারায়, বাড়িতে এসে হেনস্থা করার অভিযোগ উঠল একটি বেসরকারি ব্যাঙ্ক কর্মীদের বিরুদ্ধে। অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী হলেন দম্পতি। ঘটনাটি ঘটেছে, পূর্ব বর্ধমানের বর্ধমান-২ ব্লকের বড়শুলের গোপালপুর এলাকার। মৃত দম্পতির নাম হেমন্ত মালিক (৬৫) ও রেখা মালিক(৫৫)।

স্থানীয় সূত্রের খবর, বুধবার সকালে তাঁদের ঘরে কোনও সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে ঘরে ঢুকতেই দেখে ঝুলন্ত অবস্থায় রয়েছেন ওই দম্পতি। এরপরেই খবর দেওয়া হয় শক্তিগড় থানায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই দম্পতি ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন ছোট ছেলেকে ব্যবসা করে দেওয়া জন্য। পরে ছোট ছেলে বাড়ি থেকে অন্য জায়গায় চলে যায়, তার সঙ্গে বাড়ির কেউ যোগাযোগ করতে পারেনি। এরপরেই ব্যাংক থেকে চাপ আসতে থাকে। এমনকী বাড়ি থেকে বাইরে টেনে নিয়ে এসে ওই দম্পতিকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। তার জরেই আত্মহত্যা বলে মনে করা হচ্ছে।

দেহ উদ্ধার করে বড়শুল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসাকরা মৃত বলে ঘোষণা করে।  ঘটনাস্থলে শক্তিগড় থানার পুলিশ আসে। পুলিশ জানিয়েছে, এটি নিছক আত্মহত্যা নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।