রাজ্যের খবর

উত্তরেও সফল শিল্প সম্মেলন, ২৪ হাজার কোটির বিনিয়োগের প্রস্তাব

Successful industrial conference

The Truth of Bengal: শুধু দক্ষিণে নয়, উত্তরেও শিল্পে জোয়ার আনতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাম আমলে চলা উত্তরের বঞ্চনা মুছে ফেলতে বদ্ধপরিকর মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের উন্নয়নে এবং সেখানকার কর্মসংস্থানের লক্ষ্যে শিল্প বান্ধব পরিবেশ গড়ে তোলা হয়েছে আগেই। শিলিগুড়িতে আয়োজিত শিল্প সম্মেলনের মধ্য দিয়ে উদ্যোগপতিদের কাছে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শিলিগুড়ি বিশ্ববাংলা শিল্প সম্মেলনে উদ্যোগপতিদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। উত্তরবঙ্গের আট জেলা নিয়ে এই শিল্প সম্মেলন অনুষ্ঠিত হয়। এই শিল্প সম্মেলন থেকে চব্বিশ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে!। ৫০০-র বেশি শিল্প উদ্যোগপতিদের উৎসাহে উত্তরবঙ্গে এবার বিরাট অংকের শিল্পে বিনিয়োগ আসতে চলেছে।

এর মধ্যে যেমন রয়েছে ১০০ শয্যার সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে জুট মিল, পাশাপাশি রয়েছে অর্কিড পার্ক, মিউজিয়াম, কয়েকশো কোটি টাকার দুটি ইথানল ইন্ডাস্ট্রি। এছাড়াও সোলার পাওয়ার পার্কের মতো বহুমুখী প্রকল্প। শিক্ষাক্ষেত্রেও কয়েকশো কোটির বিনিয়োগের প্রস্তাব এসেছে। আগামী দু বছরের মধ্যে প্রকল্প গুলি কার্যকরী করার লক্ষ্যমাত্রা বেধে দেওয়া হয়েছে।

Related Articles