রাজ্যের খবর

বিরল অস্ত্রোপচারে সাফল্য! রাজ্যে দ্বিতীয় নজির বর্ধমান মেডিক্যাল কলেজে

Success in rare surgery! Second instance in the state at Burdwan Medical College

Truth Of Bengal: বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল এক বিরল অস্ত্রোপচারে নজির স্থাপন করলো। হাসপাতালের তরফে জানানো হয়েছে, রাজ্যে এটি দ্বিতীয় সফল অস্ত্রোপচার যেখানে এক যুবতীর পেট থেকে হাজারেরও বেশি ‘হাইডাটি সিষ্ট’ অপারেশনের মাধ্যমে নিরাপদে বের করা হয়েছে। সোমবার হাসপাতালের সুপার ও ভাইস প্রিন্সিপাল ডঃ তাপস কুমার ঘোষ সাংবাদিক সম্মেলনে এই কৃতিত্বের কথা ঘোষণা করেন।

ঘটনাটি শুরু হয় চলতি মাসের ২ তারিখে, যখন ১৮ বছরের এক যুবতী শারীরিক সমস্যার কারণে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানতে পারেন, যুবতীর পেটে রয়েছে জলভরা বেলুনের মতো অসংখ্য সিষ্ট — যাকে ডাক্তারি ভাষায় বলা হয় ‘হাইডাটি সিষ্ট’। এই রোগ সাধারণত সালাড বা অপরিষ্কার শাকসবজি খাওয়ার ফলে পরজীবীর মাধ্যমে হয়ে থাকে, এবং এটি মূলত লিভার ও ফুসফুসে হয়।

যুবতীর ক্ষেত্রে সিষ্টগুলো পেটের ভিতরে ছড়িয়ে ছিল। অপারেশনের সময় এই সিষ্টগুলিকে অত্যন্ত সূক্ষ্মভাবে আলাদা করে অপসারণ করতে হয়, কারণ সেগুলি ফেটে গেলে শরীরে বিষক্রিয়া ছড়ানোর আশঙ্কা থাকে।

অস্ত্রোপচারে নেতৃত্ব দেন এইচওডি ডঃ নিশিথ চন্দ্র কর্মকার। তাঁর সঙ্গে ছিলেন সার্জন ডঃ প্রণব কুমার ঘোষ, ডঃ রিজুয়ান উজ্জামান, ডঃ কুশল চ্যাটার্জী, ডঃ অর্পনা শুভন, ডঃ অনন্যা চৌধুরী, এনেসথেসিয়ার প্রধান ডঃ সুমন্ত ঘোষ চৌধুরী, ডঃ সৌমেন মন্ডল ও ডঃ বিকাশ বিষয়।

চার ঘণ্টাব্যাপী এই জটিল অস্ত্রোপচারে অংশ নেন মোট ৮ জন অভিজ্ঞ চিকিৎসকের একটি দল। অপারেশন সফলভাবে সম্পন্ন হয় এবং বর্তমানে ওই যুবতী সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানিয়েছেন সুপার তাপস কুমার ঘোষ।

এই সফল অস্ত্রোপচার জেলা তথা রাজ্য স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এক বড় দৃষ্টান্ত হয়ে রইল বলে মত চিকিৎসা মহলের। বর্ধমান মেডিক্যালে বিরল অস্ত্রপ্রচারে সাফল্য — ১৮ বছরের যুবতীর পেট থেকে নিরাপদে সরানো হলো হাজারেরও বেশি হাইডাটি সিষ্ট। ৮ চিকিৎসকের চার ঘণ্টার অপারেশন সফল, রাজ্যে দ্বিতীয়বার ঘটল এমন নজির।

Related Articles