কলকাতারাজ্যের খবর

গায়ের জোরে বনধ সফলের চেষ্টা, আটক সজল, গ্রেফতার রুপা গাঙ্গুলি, লকেট, শমীক

Succeeded attempt to forcibly arrest Sajal, arrested Rupa Ganguly, Lockett, Shamik

Truth Of Bengal : আজ রাজ্যজুড়ে বনধের ডাক দিয়েছিল বিজেপি। মোট ১২ ঘণ্টা বনধটি চলবে বলে জানিয়েছিলেন বিজেপির একাধিক নেতৃত্বরা। ছাত্রদের ওপর পুলিশের অত্যাচারের দাবিতে এই বনধের ডাক দেওয়া হয়েছে বলে দাবি তাদের। এই বনধ সফল করতে সকাল থেকে তৎপর হয়েছে বিজেপি। সকাল থেকে জেলায় জেলায় পথে নামতে দেখা গিয়েছে বিজেপি কর্মীদের। ইতিমধ্যেই পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • বুধবার সকাল থেকেই কলকাতার রাস্তায় সচল গণ পরিবহন।
  • বনধের জেরে সকাল থেকেই যাত্রী ভোগান্তি চরমে। শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। বনগাঁ এবং ব্যারাকপুরে রেল অবরোধ করেন বনধের সমর্থনকারীরা। ফলে চরম ভোগান্তির মুখে নিত্য যাত্রীরা।
  •  ব্যান্ডেল ও কাটোয়া রেল অবরোধের জেরে বিঘ্নিত হয়েছে ট্রেনের স্বাভাবিক পরিষেবা।
  • সকাল শ্যামবাজার মেট্রো স্টেশনের শাটার নামানোর চেষ্টা করেন বিজেপির কর্মী সমর্থকরা। তবে পুলিশ গিয়ে সবাইকে হটিয়ে দেয়।
  • ধর্মতলায় সরকারি বাসের পাশাপাশি বেসরকারি বাসও চলাচল করছে। তবে অন্যান্য দিনের তুলনায় কম। পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে।
  • সল্টলেক করুণাময়ী বাস স্ট্যান্ড থেকেও স্বাভাবিক রয়েছে পরিষেবা। সকাল থেকেই চলছে বাস, তবে যাত্রী সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম।
  • টালা সেতুর উপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি কর্মী-সমর্থকরা।
  • বড়বাজারে বিজেপি কাউন্সিলর বিজয় ওঝার নেতৃত্বে মিছিল বিজেপির কর্মী-সমর্থকদের।
  • বনধের সমর্থনে রাস্তায় নামতে দেখা গেল বিজেপি নেতা সজল ঘোষকে। কোলে মার্কেট এলাকায় গিয়ে তিনি ব্যবসায়ীদের কাছে বনধের সমর্থনের আর্জি জানান। অভিযোগ, কিছু দোকানিকে দোকান বন্ধ করতে জোর করা হয়েছে। তবে বিজেপির দাবি, এরকম কিছুই ঘটেনি। তাঁরা শান্তিপূর্ণ ভাবেই বনধে শামিল হওয়ার আহ্বান জানিয়েছিলেন।
  • তৃণমূলের সমর্থক একাংশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সজল ঘোষ সহ বিজেপির কর্মী-সমর্থকরা। এরপর সজল অসুস্থ হয়ে পড়লে তাকে পুলিশ সেখান থেকে সরিয়ে নিয়ে যায় অন্যত্র।
  • শ্যামবাজারে বনধে শামিল হতে পথে নেমেছিলেন লকেট চট্টোপাধ্যায় সহ রাহুল সিনহারা। চলছিল পথ অবরোধ। সেই সময় পরিস্থিতি সামাল দিতে পুলিশ তাঁদের গাড়িতে তুলে অন্যত্র নিয়ে যান।
  • সল্টলেক সেক্টর ফাইভ সংলগ্ন এলাকায় থেকে বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যকে গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ।
  • গড়িয়াহাটে বনধের সমর্থনে রূপা গঙ্গোপাধ্যায় রাস্তায় নামলে তাকে দেখে কয়েকজন ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন।
  • পুলিশ সজল ঘোষকে অন্যত্র সরিয়ে নিয়ে গেলে তাঁর বাড়ির সামনে নতুন করে ছড়ায় উত্তেজনা। পুলিশ বিজেপি কাউন্সিলরের বাড়ি ঘিরে রাখেন।
  • বাড়ির ভিতর থেকে সমাজমাধ্যমে সজল জানান, “আমরা হাত জোড় করে অনুরোধ করেছি। পুলিশ সেটি দেখেছে। তাঁরা আমাকে গায়ের জোরে টেনে নিয়ে যেতে চেয়েছিল। পারেনি। তাই এখন আমার বাড়ি ঘিরে রেখেছে।” তিনি আরও বলেন, “আমি যদি আপনাদের সেবক হই, আজ আমার এই দিনে আমার পাশে দাঁড়ান। যে ভাবে পুলিশ আমাকে অন্যায় ভাবে গ্রেফতার করার চেষ্টা করছে, আপনারা আমার পাশে দাঁড়ান। আমি আবেদন করছি এলাকার মা-বোনেদের কাছে।”
  • গড়িয়াহাটে বনধের সমর্থনে পা মেলালে কিছুক্ষনের মধ্যেই রূপা গঙ্গোপাধ্যায়কে আটক করা হয়। অগ্নিমিত্রা পালকেও গড়িয়াহাট থেকে গাড়িতে তুলে নিয়ে গিয়েছে পুলিশ।
  • লেবুতলা পার্কের বাড়ি থেকে বিজেপি কাউন্সিলর সজল ঘোষকে তুলে নিয়ে যায় পুলিশ। তাঁকে গাড়িতে তুলে লালবাজারের উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর। পরিবারের দাবি, তাঁকে আটক করা হয়েছে।