সোমবারের মধ্যে ট্যাবের টাকা পেয়ে যাবে পড়ুয়ারা, জানালেন শিক্ষা সচিব বিনোদ কুমার
Students will receive tab money by Monday, says Education Secretary Vinod Kumar

Truth Of Bengal: রাহুল চট্টোপাধ্যায়: ছাত্র-ছাত্রীদের জন্য রাজ্য সরকারের দেওয়া ট্যাবের টাকা অনেকের না পাওয়া নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। যে সকল ছাত্র-ছাত্রীদের ট্যাবের টাকা পাওয়া নিয়ে সমস্যা হয়েছে, যারা এখনো তাদের অ্যাকাউন্টে টাকা পাননি, তারা সকলে আগামী সোমবার, ১১ ই নভেম্বরের মধ্যে ওই টাকা পেয়ে যাবেন। সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের নির্দিষ্ট অ্যাকাউন্টে রাজ্য সরকারের পক্ষ থেকে ওই টাকা পৌঁছে যাবে।
একান্ত সাক্ষাৎকারে এই খবর জানালেন স্কুল শিক্ষা ও উচ্চ শিক্ষা দফতরের প্রধান সচিব বিনোদ কুমার। তিনি জানান, সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের কোন দোষ নাই। একজন এর ক্ষেত্রে হলেও এই ধরনের ঘটনা হওয়া বাঞ্ছনীয় নয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনার ক্ষেত্রে শিক্ষা দফতর আরও সতর্ক থাকবে। প্রসঙ্গত্র উল্লেখ্য ,এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অসন্তোষ ব্যক্ত করেছিলেন। রাজ্য সরকারের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে ট্যাব কেনার জন্য ১০ হাজার করে টাকা দেওয়া হয় পড়ুয়াদের। অভিযোগ ওঠে, সেই টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে না ঢুকে অনেক ক্ষেত্রে চলে গেছে ‘ভূতুড়ে’ অ্যাকাউন্টে।
হাবড়া ও অশোকনগরের একাধিক স্কুলে এমনই ঘটনা ঘটে। ট্যাবের টাকা কোথায় গেল, তা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই বার্তার পরেই থানায় অভিযোগ জানিয়েছে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ। সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পটি রাজ্য সরকারের অন্যতম সেরা প্রকল্প। মুখ্যমন্ত্রী স্বয়ং এই প্রকল্পের সূচনা করেছিলেন। এইক্ষেত্রে কোনও ত্রুটি বরদাস্ত করা হবে না। সবাইকে আরও সতর্ক থাকতে হবে ভবিষ্যতে অর্থ বণ্টনের ক্ষেত্রে।
সি আই আই এর এডুকেশন ইস্ট সামিট এ স্কুল শিক্ষা ও উচ্চ শিক্ষা সচিব বিনোদ কুমার, জে আইএস গ্রুপের ডিরেক্টর সরদার সীমার প্রীত সিং, হেরিটেজ গ্রুপ অফ ইনস্টিটিউশনের সিইও প্রদীপ কে আগরওয়াল, টাটা স্টিল লিমিটেড এর টিন প্লেট ডিভিশন এর এক্সিকিউটিভ ইন চার্জ উজ্জল চক্রবর্তী প্রমূখ।