আরজি করের ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে কেশপুর কলেজে ছাত্র-ছাত্রীদের অবস্থান বিক্ষোভ
Students staged a protest at Keshpur College in protest against the scandalous incident of RG tax

Truth Of Bengal : শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর :- গত ২৮ শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতার ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরুয়াদের উদ্দেশ্যে বার্তা দেন বিক্ষোভ কর্মসূচির। তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা অবস্থান বিক্ষোভ নামলেন।
উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আশীষ হুদায়িত, কেশপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আশিফ ইকবাল ও কেশপুর কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শেখ মহব্বত হোসেন, কেশপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শেখ ইনজামূল হক। অবস্থান-বিক্ষোভের মূল উদ্দেশ্য হলো ধর্ষণের মতো ঘটনা যাতে না ঘটে তার জন্য কেন্দ্র সরকারকে আইনে বদল আনতে হবে। যেভাবে রাতারাতি নোট বদল করা হয়েছিল ঠিক সেই ভাবেই রাতারাতি নতুন আইন প্রণয়ন করতে হবে যাতে ধর্ষণের মতো ঘটনা না হয়।