মাধ্যমিকে অকৃতকার্য হওয়ায় আত্মঘাতী ছাত্রী, শোকের ছায়া ফুলিয়ায়
Student commits suicide after failing in Madhyamik, leaves Phulia in mourning

Truth of Bengal: মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল এক স্কুলছাত্রী। মৃত ছাত্রীর নাম তিস্তা সরকার, বয়স আনুমানিক ১৫ বছর। সে শান্তিপুর থানার ফুলিয়া পরেশনাথপুর এলাকার বাসিন্দা এবং ফুলিয়া বালিকা বিদ্যালয়ের ছাত্রী ছিল।
পরিবার সূত্রে জানা যায়, পরীক্ষার ফলাফল প্রকাশের পর থেকেই মেয়েটি কিছুটা চুপচাপ হয়ে পড়েছিল। বিকেল নাগাদ নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় সে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দরজা না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। অনেক ডাকাডাকির পর সাড়া না পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢোকে তারা। তখনই দেখা যায় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে তিস্তা।
খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। তিস্তার দেহ রানাঘাট মহাকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
তিস্তার এক আত্মীয় জানান, পড়াশোনায় সে খুব একটা ভালো ছিল না। তবে পরিবারের তরফে কখনোই কোনো চাপ দেওয়া হত না। পুলিশের প্রাথমিক অনুমান, মাধ্যমিকে ফেল করাই হতে পারে আত্মহত্যার কারণ। তবে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।
এই ঘটনার পর ফুলিয়া জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্কুল, পরিবার, পাড়া — সর্বত্রই বিষাদের ছায়া।