দলছুট হাতির হানা, আতঙ্কে গোরে লাইন এলাকার বাসিন্দারা
Stray elephant attack, residents of Gore Line area in panic

Truth Of Bengal: আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের গোরে লাইন এলাকায় বুধবার রাতে এক দলছুট হাতির হানায় চাঞ্চল্য ছড়াল। গভীর রাতে রেললাইন পেরিয়ে একটি বন্য হাতি হঠাৎই গোরে লাইন এলাকায় ঢুকে পড়ে এবং ব্যাপক তাণ্ডব চালায়। একটি বাড়ির সীমানা প্রাচীর ভেঙে দেয় ওই হাতিটি।
এলাকাবাসীরা জানিয়েছেন, সাধারণত এই অঞ্চলে হাতির আনাগোনা তেমন দেখা যায় না। তাই আচমকা এই হানায় স্থানীয়রা ভয় পেয়ে গিয়েছেন। রাতভর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন এবং নিরাপদ স্থানে আশ্রয় নেন।
ঘটনার খবর পেয়ে বনদফতরের কর্মীরা সকালেই এলাকায় পৌঁছন এবং হাতিটির গতিবিধির ওপর নজর রাখতে শুরু করেন। বর্তমানে হাতিটি জঙ্গলের দিকেই ফিরে গিয়েছে বলে জানানো হয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসন ও বনদফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ।
এদিকে, বনদফতরের তরফে জানানো হয়েছে, হাতিটির গতিবিধি লক্ষ্য রাখা হচ্ছে এবং এলাকায় যেন আর কোনও ক্ষয়ক্ষতি না হয়, তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাণ্ডবের ক্ষতিপূরণ হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়ার আশ্বাসও মিলেছে প্রশাসনের পক্ষ থেকে।
বন্যপ্রাণীর এই অপ্রত্যাশিত হানায় গোটা এলাকা এখনও আতঙ্কের মধ্যে রয়েছে। স্থানীয়দের একটাই দাবি, অবিলম্বে স্থায়ী সমাধানের ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন ও বন দফতর।