রাজ্যের খবর

হাড়োয়ায় এসটিএফ-এর বড়সড় সাফল্য, আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৪ দুষ্কৃতী

STF makes major success in Haroya, 4 criminals arrested with firearms

Truth Of Bengal: অস্ত্র চোরাচালান রুখতে গুরুত্বপূর্ণ সাফল্য পেল পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ১৭ এপ্রিল গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে হাড়োয়ায় অভিযান চালিয়ে এসটিএফ একটি গাড়ি আটক করে এবং চারজনকে গ্রেফতার করে।

একটি সাদা মারুতি সুজুকি সুইফট ডিজায়ার গাড়ি থামিয়ে তল্লাশি চালিয়ে পুলিশ সদস্যরা অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে। গ্রেফতার হওয়া চারজনের মধ্যে একজন গাড়িচালকও রয়েছেন।

গ্রেফতার হওয়া দুষ্কৃতীরা হলেন

১. আমিরুল মন্ডল (৩৩), গোপালপুর, হাড়োয়া

২. হাবিল মোল্লা (৪০), হাড়োয়া (গাড়িচালক)

৩. আবু সহিদ গাজী (২৬), হাড়োয়া

৪. গিয়াসউদ্দিন গাজী (২৪), হাড়োয়া

তাঁদের কাছ থেকে যা যা উদ্ধার হয়েছে

  • একটি একনলা আগ্নেয়াস্ত্র
  • একটি ডাবল ব্যারেল বন্দুক
  • একটি ৭ মিমি সেমি-অটোমেটিক পিস্তল, সঙ্গে দুটি খালি ম্যাগাজিন
  • ৬ রাউন্ড ১২ বোর গুলি
  • ১১ রাউন্ড ৭.৬৫ মিমি গুলি
  • উদ্ধার হওয়া গাড়িটি

এসটিএফ সূত্রে জানা গেছে, ধৃতরা এই অস্ত্র ও গুলি বেআইনিভাবে পাচার করে অপরাধীদের কাছে বিক্রি করার পরিকল্পনা করছিল। এই ঘটনায় হাড়োয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্তে আরও কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles