
The Truth of Bengal: ৩৪ নম্বর জাতীয় সড়ক ছাড়াও উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ রাস্তা পানাগড়-মোড়গ্রাম ১৪ নম্বর রাজ্য সড়ক। এই রাস্তায় কুনুর নদীর আছে দুর্বল একটি সেতু। সেই সেতু দিয়ে ভারী গাড়ি থেকে যাত্রিবাহী গাড়ি– সবই যাতায়াত করে। অহরহ গাড়ি যাতায়াতের ফলে দুর্বল সেতুতে বড় বড় ফাটলও দেখা দেয়। মাঝে এই সেতু সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু মাঝপথেই থমকে যায় কাজ। দুর্ঘটনা রুখতে দুর্বল সেতুকে জোরকদমে সংস্কারের উদ্যোগ নিয়েছে পূর্ত সড়ক দফতর।
সেই কারণেই চলতি মাসের ২৬ তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে আগামী ৩০ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত এই সেতুর ওপর যান চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করল পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। কলকাতা, বর্ধমান হয়ে কোনও গাড়ি বীরভূমের দিকে যেতে গেলেও এই রাজ্য সড়ক ধরে যেতে হয়। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলার মানুষ উত্তরবঙ্গে যেতে গেলে এই রাজ্য সড়ক ব্যবহার করেন। যাত্রীদের দুর্ভোগ এড়াতে ঘুরপথে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে।
এদিন ট্রাফিক আধিকারিকদের সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করেন ট্রাফিক কমিশনারেটের ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার।গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বাস, মাতৃযান এবং ছোট গাড়িকে একটি বিকল্প রাস্তা দিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে পণ্যবাহী গাড়িগুলির জন্য অন্য রাস্তার ব্যবস্থা করা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা প্রায় এক সপ্তাহ বন্ধ থাকার জন্য ব্যপক ভোগান্তিতে পড়তে হবে মানুষকে। তবে এই সেতু মেরামতির জন্য রাস্তা বন্ধ করা ছাড়া অন্য কোনও উপায় নেই।